শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ রাজ্যের, অনেক বেশি ছাত্রছাত্রী পাবে টাকা

শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ

জাস্ট দুনিয়া ব্যুরো: শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাঁর একটা বড় প্রমাণ। এবার স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের জন্য আরও বড় ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগে ৭৫ শতাংশ নম্বর পেলে তবেই বৃত্তির জন্য আবেদন করা যেত। এখন সেটা কমিয়ে ৬০ শতাংশ করা হল। যার ফলে আরও বেশি ছাত্রছাত্রী এতে উপকৃত হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিদের সম্মানিত করেন তিনি। সেখানেই এই বার্তা দেন। সেক্ষেত্রে টাকার অভাবে ভাল ছাত্রছাত্রীদের আর পড়াশোনা বন্ধ হয়ে যাবে না।

২০১৬-তে প্রথম এই প্রকল্প শুরু হয়েছিল। যেখানে বিশেষ তালিকার বাইরে সাধারণ ছাত্রছাত্রীরাও সেই সুযোগ পেয়ে এসেছে। এই বৃত্তির নাম ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’। এর আওতায় পড়ছে দশম, দ্বাদশ এবং স্নাতকস্তরের পড়ুয়াদের সঙ্গে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংসহ প্রযুক্তিগত এবং পেশাগত কোর্সও রয়েছে। এই বৃত্তির জন্য তারাই আবেদন করতে পারবে যাদের পারিবারিক বার্ষিক আঐয় আড়াই হাজার টাকার মধ্যে। বৃত্তির পরিমাণ ১ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত হতে পারে।

পরে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, ভবিষ্যতের আলোকবর্তিকা। তাদের সাফল্য গৌরবান্বিত করে এই রাজ্য, দেশ তথা সমগ্র সমাজকে। তারাই এগিয়ে নিয়ে যায় যে কোনও জাতিকে। ছাত্রছাত্রীদের আকাশছোঁয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা রয়েছে তাদের পাশে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’, স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, ‘তরুণের স্বপ্ন’ ‘ঐক্যশ্রী’, ‘কন্যাশ্রী’ সহ আরও নানা প্রকল্প চালু করা হয়েছে।’’  শুনুন কী বলছেন মুখমন্ত্রী—

এছাড়াও তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সঠিক দিশা দেখাতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হবে ‘কেরিয়ার গাইডেন্স’ পোর্টাল। নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির এই বছরের কৃতীদের সংবর্ধনা জানানো হল ও তাদের হাতে তুলে দেওয়া হল ল্যাপটপ, বই ও অন্যান্য সামগ্রী। তিনি লেখেন, ‘‘সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং শিক্ষক দিবসের প্রাক্কালে সমস্ত শিক্ষকদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)