Mamata At Alipurduar কর্মী সম্মেলন: বাংলা ভাগ হবে না

Mamata At Alipurduar

জাস্ট দুনিয়া ব্যুরো: আবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata At Alipurduar)। এবার তিনি যাবেন আলিপুরদুয়ার ও  জলপাইগুড়ি জেলায়। তার আগেই বাংলা ভাগের দাবিতে সরব কেএলও জঙ্গি নেতা জীবন সিংহ। দাবি কামতাপুর পৃথক রাজ্যের। হুমকিও আসে সেই প্রেক্ষিতে, কামতাপুরে পা রাখলে শেষ করে দেওয়া হবে। আর মঙ্গলবার তৃণমূলের কর্মীসভা থেকেই তার উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমার বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক, বাংলা ভাগ না করলে আমাকে মেরে ফেলবে বলেছে। আমি জানি কীভাবে বন্দুকের নল ভোতা করতে হয়।’’

তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, বাংলাভাগ কোনওভাবেই হবে না। এবার দু’দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি ও কোচবিহারে কর্মীসভা করেন তিনি। বুধবার যোগ দেবেন গণবিবাহের অনুষ্ঠানে। এদিকে অভিযোগ কেএলও-দের পিছন থেকে ইন্ধন দিচ্ছে বিজেপি। তবে এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দেন, ‘‘রক্ত দেব, প্রাণ দেব, তবু বাংলা ভাগ হতে দেব না।’’

শুনে নিন আর কী কী বললেন মমত বন্দ্যোপাধ্যায়—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle