মা, মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার, রাজ্য জুড়ে মমতার সুলভ অন্নসংস্থান

মা

জাস্ট দুনিয়া ব্যুরো: মা, মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার। পাতে থাকবে ভাত, ডাল, সব্জি এবং ডিম। প্রতি দিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত পাওয়া যাবে এই খাবার। রাজ্যের শহর ও মফস্‌সলে দরিদ্র মানুষদের প্রতি দিন সুলভে দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের লক্ষ্যে সোমবার মা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন বেলা সাড়ে ৩টের সময় নবান্ন সভাঘর থেকে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মা-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে এই সুবিধা চালু করা হয়েছে। প্রতি ওয়ার্ডে দৈনিক ৫০০ জনের খাবারের ব্যবস্থা থাকবে। সব ক’টি ওয়ার্ড মিলিয়ে ৫০ হাজারেরও বেশি মানুষ ৫ টাকায় ভাত, ডাল, সব্জি ও ডিম পাবেন।

তবে কলকাতার পাশাপাশি এ দি‌ন রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক পুরসভা এই প্রকল্পের সূচনা করেছে। তার মধ্যে মেদিনীপুর, আসানসোলও রয়েছে। সমস্ত জায়গাতেই ৫ টাকায় পেট ভরা খাবার পেয়েছেন মানুষ।

আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)