লকেট চট্টোপাধ্যায় কি তৃণমূলে আসবেন, কুণাল ঘোষের টুইটে জল্পনা

লকেট চট্টোপাধ্যায়লকেট চট্টোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: লকেট চট্টোপাধ্যায় কি তৃণমূলে আসবেন? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইটে সেই জল্পনাই ছড়িয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রথম টুইটটি সামনে আসে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দলত্যাগ করতে পারেন, সেই ইঙ্গিত দিয়ে একটি টুইট করেন কুণাল। লেখেন, ‘দলের বহু অনুরোধ সত্ত্বেও তারকা প্রচারক ভবানীপুরে বিজেপিপ্রার্থীর প্রচারে না নামায় তাঁকে অভিনন্দন। পৃথিবী ছোট। বন্ধু হিসেবে সাফল্য কামনা করি। রাজনীতিতে আপনার পুরনো ইনিংস ফিরে আসুক, এই আশা করি।’ প্রসঙ্গত, লকেটের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তৃণমূল থেকে। এর পরেই লকেট পাল্টা টুইট করেন। লেখেন, ‘আপনি বরং, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে না হারেন সে দিকে নজর দিন।’

এই টুইট যুদ্ধেই জল্পনা ছড়িয়েছে। তবে কি এ বার লকেট? বিধানসভা ভোটে হারের পর বিজেপির একাধিক বিধায়ক ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন। সম্প্রতি আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও তৃণমূলে চলে যান। এর পর তৃণমূল নেতৃত্ব জানান, বিজেপি থেকে তৃণমূলে আসার মতো আরও বড় নাম রয়েছে। সেই আবহে কুণালের এই টুইট ঘিরে বিজেপির অন্দরেও গুঞ্জন শুরু হয়ে যায়। প্রথম টুইটের পর লকেট সোমবার সন্ধ্যায় আরও একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে আছি। যেমন ভবানীপুরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা আছেন।’

বাবুল সুপ্রিয় গত ১৪ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেন। সেই সময় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, বিজেপির আরও এক বড় নেতা দলবদল করতে চলেছেন। তার পরেই কুণালের এ দিনের টুইট। লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে হুগলির বিজেপি সাংসদ। কিন্তু বিজেপির টিকিটে তিনি দু’বার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। তাঁর  রাজনীতিতে হাতেখড়িও তৃণমূলে। পুরনো দল তৃণমূলে তিনি ফিরে যাবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

কুণাল তাঁর ভবানীপুরে প্রচারে না আসা নিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন। লকেট পাল্টা ভবানীপুর নিয়ে তাঁকে করেছেন কটাক্ষ। তার জবাবে কুণাল ফের টুইট করেন। লেখেন, ‘ভাবতে হবে না। মমতাদি বড় ভোটের ব্যবধানে জিতবেন। কিন্তু তবুও আপনাকে ধন্যবাদ যে, আপনি জবাবেও প্রার্থীর নাম উল্লেখ করেননি।’ এখানেই থামেননি কুণাল। হিন্দিতে লেখেন, ‘কহি পে নিগাহে, কহি পে নিশানে।’


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)