বিজেপির লালবাজার অভিযান, পুলিশ থামাল জল-কামান, কাঁদানে গ্যাসে

বিজেপির লালবাজার অভিযানবিজেপির লালবাজার অভিযান

জাস্ট দুনিয়া ডেস্ক: বিজেপির লালবাজার অভিযান, থামিয়ে দেওয়া হল বিবি গাঙ্গুলি স্ট্রিটেই। মিছিল বৌবাজারে পৌঁছতেই জল-কামান, কাঁদানে গ্যাস আর লাঠি চার্জেই বিজেপির লালবাজার অভিযান থামিয়ে দিল পুলিশ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপি কর্মীদের হত্যা এবং নিখোঁজের প্রতিবাদে বুধবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সেই মতো এ দিন দুপুরে বিজেপির মিছিল লালবাজারের উদ্দেশে বেরিয়ে পড়ে। কিন্তু পথে জল-কামান, কাঁদানে গ্যাস আর লাঠি চার্জেই বিজেপির লালবাজার অভিযান থমকে গেল। এ দিন কাঁদানে গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা মুকুল রায়, রাজু বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। রাজু বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির মহিলা মোর্চার ছ’জন কর্মী-সহ মোট ১০ জনকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়।

এ দিন বেলা দেড়টা নাগাদ মধ্য কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সন্দেশখালি-কাণ্ডের পাশাপাশি ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে মিছিল শুরু করে বিজেপি। ওই মিছিল বেরনোর কথা ছিল বেলা ১২টায়। মিছিলটি যাওয়ার কথা ছি‌ল বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে লালবাজার। ওই মিচিল যাতে লালবাজার পৌঁছতে না পারে সে জন্য মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী। পুলিশ আগেই জানিয়েছিল, ফিয়ার্স লেনের মুখে মিছিল আটকে দেওয়া হবে। সেই মতো সকাল থেকে ওখানে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়। তৈরি ছিল জল-কামান এবং কাঁদানে গ্যাস।

আরও পড়ুন…

এনআরএস মেডিক্যাল কলেজে ডাক্তার বিক্ষোভ, থমকে স্বাস্থ্য পরিষেবা

বিজেপির মিছিল আধ ঘণ্টার মধ্যেই সেন্ট্রাল অ্যাভেনিউ পৌঁছয়। মিছিলের সামনে ছিলেন কিছু কর্মী-সমর্থক। তার ঠিক পিছনেই ছিলেন নব নির্বাচিত বেশ কয়েক জন সাংসদ, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, মুকুল রায়-সহ অনেক নেতা। একটু পিছনেই ছিলেন দিলীপ ঘোষ। মিছিল ফিয়ার্স লেনে ঢুকতেই জল-কামান থেকে তীব্র বেগে জল ছুড়তে থাকে পুলিশ। সঙ্গে কাঁদানে গ্যাসের শেল। ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিল। কাঁদানে গ্যাসের শেল ফেটে অসুস্থ হয়ে পড়েন মুকুল-রাজুরা। একটা সময়ে দেখা যায়, রাজু বন্দ্যোপাধ্যায় রাস্তায় পড়ে রয়েছেন সংজ্ঞাহীন হয়ে।

পরে কৈলাস জানান, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে কোনও প্ররোচনা ছাড়াই কাঁদানে গ্যাস, জল-কামান ছোড়া হয়েছে। মুকুলও পরে জানান, মিছিল যাওয়ার সময় আশপাশের বাড়িগুলি থেকে ইট ছোড়া হয়েছে। তাঁরা সেই প্ররোচনায় পা দেননি।

কাঁদানে গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা মুকুল রায়, রাজু বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। রাজু বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির মহিলা মোর্চার ছ’জন কর্মী-সহ মোট ১০ জনকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)