শনিতে রাজীব কুমার, রবিবারে শিলঙে সিবিআইয়ের ডাক পেলেন কুণাল ঘোষ

শনিতে রাজীব কুমারমমতা বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: শনিতে রাজীব কুমার এবং রবিতে কুণাল ঘোষ। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনার এবং তৃণমূলের প্রাক্তন সাংসদকে শিলঙে ডেকে পাঠাল সিবিআই। যে দিন রাজীবকে ডাকা হল তার ঠিক পরের দিনই ডেকে পাঠানো হল কুণালকে। সিবিআইয়ের তরফে বৃহস্পতিবার ওই দু’জনকে চিঠি দিয়ে তলব করা হয়েছে।

এ বিষয়ে কুণাল ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর জামিনের শর্তই ছিল তদন্তে সহায়তা করা। তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই। আইনজীবীদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন শিলঙে সিবিআইয়ের মুখোমুখি হতে তিনি সেখানে যাবেন। তবে শনিবার ৯ ফেব্রুয়ারি রাজীব কুমার আদৌ শিলং যাবেন কি না, তা নিয়ে কিছু জানা যায়নি।

তবে কুণাল এবং রাজীব কুমারকে একই সময়ে শিলঙে ডেকে পাঠানোর বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, জামিন পেয়ে কুণাল ঘোষ বিভিন্ন সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের গোয়েন্দাদের বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন। তার মধ্যে তাঁর ৯১ পাতার একটি চিঠিও রয়েছে। ওই চিঠিতে সারদা তদন্তে রাজীব কুমারের ভূমিকা প্রসঙ্গে বেশ কিছু তথ্য রয়েছে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

তবে কি কুণাল এবং রাজীব কুমারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? এমন জল্পনাকে উড়িয়ে দেননি সিবিআই আধিকারিকদের একটা অংশ। তবে এ নিয়ে কোনও মন্তব্যও করতে চাননি তাঁরা।

সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্ল চিটফান্ড কাণ্ডে ১০জনের বিশেষ দল গঠন করেছেন। শুক্রবার সকালে সেই দল কলকাতায় পৌঁছেও যাবে। প্রাথমিক বৈঠক সেরে তাদের শিলংয়ে চলে যাওয়ার কথা। ওই দলে থাকা সিবিআইয়ের দুঁদে আফিসারেররা রাজীব কুমারের মুখোমুখি হবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁকে করার জন্য প্রশ্নমালা তৈরি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

সিবিআই সূত্রে খবর, তৃণমূলের এক প্রাক্তন শীর্ষ নেতা যিনি বর্তমানে বিজেপি-র সঙ্গে, তাঁকেও শিল‌ঙে জেরা করার পরিকল্পনা করেছেন তদন্তকারীরা। সেই তালিকায় এক দিকে যেমন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ রয়েছেন, তেমনি রয়েছেন সারদার অন্যতম ডিরেক্টর, রাজ্য পুলিশের এক প্রাক্তন কর্তা যিনি সারদা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং গ্রেফতারও হয়েছিলেন। আগামী ১৩ ফেব্রুয়ারি বারাসত আদালতে সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের পরবর্তী শুনানি। ইতিমধ্যেই সিবিআই দেবযানীকে জেরা করার আবেদন জানিয়েছে। আদালতের অনুমতি পেলে, তারা ওই দু’জনকেও শিলঙে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

(বাংলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)