অবশেষে নৈতিক জয় দেখছেন কুণাল, এত দিন রাজীবকেই তো ‘মুখোমুখি’ চেয়েছিলেন তিনি

অবশেষে নৈতিক জয় দেখছেন কুণালশিলঙে কুণাল ঘোষ

জাস্ট দুনিয়া ডেস্ক: অবশেষে নৈতিক জয় দেখছেন কুণাল ঘোষ। রবিবারের মতো সোমবারেও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তর পর্ব চালিয়েছে সিবিআই গোয়েন্দারা। আর তাতেই অবশেষে নৈতিক জয় দেখছেন কুণাল ঘোষ।

তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এ দিন সন্ধ্যায় শিলঙের সিবিআই দফতর থেকে যখন বেরোচ্ছেন তথন তাঁকে বশ ফুরফুরেই লাগছিল। কিন্তু নৈতিক জয় কেন? জবাবে কুণাল সংবাদমাধ্যমে জানিয়েছেন, এত দিন তিনি তদন্তকারীদের কাছে আবেদন জানিয়ে এসেছেন, তাঁকে রাজীব কুমারের মুখোমুখি বসানো হোক। কিন্তু, কখনওই তেমনটা হয়নি। এই যে এ বার রাজীব কুমারকে তাঁর মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তর পর্ব চলল, কুণালে অভিযোগগুলো রাজীব কুমারের সাম‌নেই সিবিআই গোয়েন্দারা শুনলেন, তা নিয়ে রাজীবকে জবাবও দিতে হল— এ সবেই আসলে নিজের নৈতিক জয় দেখছেন কুণাল ঘোষ।

তবে গোয়েন্দারা ঠিক কী ধরনের প্রশ্ন করেছেন, তা নিয়ে একটি কথাও বলেননি কুণাল। তিনি জানান, তদন্ত প্রক্রিয়া নিয়ে বাইরে কোনও মন্তব্য তাঁর পক্ষে করা সম্ভব নয়। তদন্ত যে পথে এগোচ্ছে তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন কি না, তা নিয়েও মুখ খোলেননি তৃণমূলের প্রাক্তন ওই সাংসদ।

রবিবারের মতোই এ দিন সকালে সিবিআইয়ের দফতরে পৌঁছে গিয়েছিলেন কুণাল। তাঁর কিছু ক্ষণ পরেই পৌঁছন রাজীব কুমারও। শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। দুপুরে বাইরে খেতেও গিয়েছিলেন রাজীব। এর পর সন্ধে ৭টা নাগাদ সিবিআই অফিস থেকে বেরিয়ে পড়েন রাজীব কুমার। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই পদাধিকারী— জাভেদ শামিম এবং মুরলীধর শর্মা।

সারা দিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে, শিলঙের সিবিআই দফতরে ফের আসতে হবে রবিবার

রাজীব কুমার বেরিয়ে যাওয়ার কিছু ক্ষণ পরেই সিবিআই অফিস থেকে বেরোন কুণাল ঘোষ। তাঁকে আপাতত আর প্রয়োজন নেই সিবিআই গোয়েন্দাদের। সে কারণে কুণাল মঙ্গলবারেই গুয়াহাটি হয়ে কলকাতা ফিরে আসছেন, কিন্তু রাজীব কুমারের ‘ছুটি’ মেলেনি। আগামি কাল ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে।

সেই শুক্রবার বিকেলে শিলং পৌঁছেছেন রাজীব কুমার। শনিবার তাঁকে দেখা করার কথা জানিয়েছিল সিবিআই। শনিবার সকাল পৌনে ১১টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছেছিলেন রাজীব। সারা দিন ধরে তাঁর সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা। রবিবার সারা দিনও কাটে একই ভাবে। সন্ধের পর থেকে রাজীবকে মুখোমুখি বসানো হয় কুণালের। সোমবারেও তার ব্যাত্যয় হয়নি।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদা রাজীব কুমারকে ফের সিবিআই দফতরে আসতে হবে। এর আগে দেশের বিভিন্ন জায়গায় কয়েক জন আইপিএসকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু, কলকাতার পুলিশ কমিশনারের পদে থাকা কোনও আইপিএসকে এত দিন ধরে টানা জেরা করার নজির অতীতে নেই বলেই লালবাজার সূত্রে খবর।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে এখানে ক্লিক করুন)