অনুজ শর্মা কলকাতার নয়া পুলিশ কমিশনার, রাজীব কুমার গেলেন সিআইডিতে

ফের অনুজ-জ্ঞানবন্তঅনুজ শর্মা কলকাতার নয়া পুলিশ কমিশনার

জাস্ট দুনিয়া ডেস্ক: অনুজ শর্মা কলকাতার নয়া পুলিশ কমিশনার, রাজীব কুমার গেলেন সিআইডিতে। তাঁকে এডিজি (সিআইডি) হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুজ এর আগে রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদে ছিলেন। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদে নিয়ে আসা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তকে। তিনি আইজি পশ্চিমাঞ্চলের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার নবান্ন থেকে এক বিবৃতি জারি করে এই নির্দেশের কথা জানানো হয়েছে।

সামনেই লোকসভা নির্বাচন। এখনও দিন ক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে কমিশনের নিয়ম, একই পদে যে অফিসারেরা তিন বছরের বেশি সময় কাজ করছেন, তাঁদের আর সেই পদে রাখা যাবে না। সে কারণেই রাজ্য সরকার এ দিন ১৪ জন আইপিএসকে বদলি করে দিয়েছে।

তবে, শুধু কলকাতার পুলিশ কমিশনার পদেই বদল হয়নি। রদবদল হয়েছে রাজ্য পুলিশের একাধিক পদেও। কলকাতা পুলিশের বিশেষ নগরপাল (দুই) পদে ছিলেন জয়ন্তকুমার বসু। তাঁকে ‘ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্স’-এর অধিকর্তা করা হয়েছে। এডিজি (সিআইডি) সঞ্জয় সিংহকে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) করা হয়েছে। নিরজকুমার সিংহকে এডিজি (দক্ষিণবঙ্গ) থেকে এডিজি (আইবি) পদে নিয়ে আসা হয়েছে।

অন্য দিকে কে জয়রমনকে কলকাতা পুলিশের সহকারী নগরপাল (চার) পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের (মর্ডানাইজেশন এবং কোর্ডিনাইজেশন) আইজি পদে নিয়ে যাওয়া হয়েছে। তন্ময় রায়চৌধুরীকে বর্ধমান রেঞ্জের ডিআইজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার। হাওড়ার পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল হয়েছেন বিশাল গর্গ। ডিআইজি (ট্রেনিং) পদের দায়িত্ব দেওয়া হয়েছে পারুলকুশ জৈনকে। মহম্মদ ইমরান ওহায়াবকে কারা দফতরের স্পেশ্যাল আইজি পদে আনা হয়েছে। গুরুত্ব বেড়েছে রশিদ মুনির খানের। তাঁকে করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার এসপি।

রাজীব কুমারকে ডাকা হল বুধবারেও, এক-দুই করে পর পর পাঁচ দি‌ন!

কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে এ দিন অনুজ শর্মা লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বিকেলে তিনি সাংবাদিকদের সঙ্গেও আলাপ করেন। সেখানে তিনটি বিষয়ের উপর জোর দেন অনুজ। এক, কাশ্মীরিদের নিরাপত্তা। দুই, সম্প্রীতির আবহ যাতে কোনও ভাবেই নষ্ট না হয় তাতে নজর দেওয়া। তিন, শহরে মহিলাদের নিরাপত্তাতেও জোর দেওয়া হবে। তিনি বলেন, “নাগরিকদের পাশে রয়েছে কলকাতা পুলিশ। মহিলাদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে।’’ পাশাপাশি তিনি জানিয়েছেন, এই শহরের কাশ্মীরিরা সম্পূর্ণ নিরাপদ। পুলিশ সব দিকেই নজর রাখছে বলেও আশ্বাস দেন নয়া নগরপাল।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)