নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১ শিশু, আশঙ্কাজনক অবস্থায় অন্তত ১০

নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণনাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণ

জাস্ট দুনিয়া ডেস্ক: নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণ হল মঙ্গলবার সকালে। ওই বিস্ফোরণের জেরে প্রাণ হারায়েছে ৮ বছরের এক শিশু। গুরুতর জখম অবস্থায় ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। চার জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন সকেট বোমা বিস্ফোরণ হয়েছে নাগেরবাজারে। তবে এই ঘটনায় কারা জড়িত তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সিআইডি-র বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা।

দমদমে নাগেরবাজার মোড়ের কাছেই কাজিপাড়ার সীমা অ্যাপার্টমেন্ট। যশোর রোডের উপর পাঁচতলা ওই বাড়ির নীচেই রয়েছে একটি মিষ্টির দোকান। তার পাশেই শাটারবন্ধ গুদাম। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই গুদামের সামনেই এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই গুদামের পাশের দোকানের সামনে অজিত হালদার নামে এক ফলবিক্রেতার দোকান। ঘটনার সময় তিনি ফল বিক্রি করছিলেন। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন অজিতবাবু। এ ছাড়াও আরও সাত জন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।

তাঁদের সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের রেফার করা হয় আরজি কর মেডিক্যাল কলেজে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিভাস ঘোষ নামে আহত এক ৮ বছরের শিশুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই শিশুর মৃত্যু হয়। তাঁর মা বাসন্তী ঘোষ আরজি কর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। বিভাসের বাবা জয় ঘোষ ওই মিষ্টির দোকানেই কাজ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পোলিও টিকা খাওয়ানোর পর জানা গেল তাতেই রয়েছে ভাইরাস! তিন রাজ্যে দুশ্চিন্তা

দক্ষিণ দমদম পুরসভার যে ওয়ার্ডে সীমা অ্যাপার্টমেন্ট, তার কাউন্সিলর পাচু রায় ওই পুরসভারই চেয়ারম্যান। ওই বহুতলে তাঁর একটি অফিসও রয়েছে। সপ্তাহে তিন দিন তিনি পুরবাসিন্দাদের সঙ্গে ওখানে বৈঠক করেন। এ দিনও সেখানে তাঁর বসার কথা ছিল। পাচুবাবুর দাবি, ওই বিস্ফোরণের টার্গেট ছিলেন তৃণমূল কর্মীরা।

একই কথা বলেছেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং জ্যোতিপ্রিয় মল্লিক। তিন জনই বিস্ফোরণের দায় চাপিয়ে দিয়েছেন আরএসএস-বিজেপির ঘাড়ে। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, তৃণমূলের পার্টি অফিসগুলিতেই কেন বিস্ফোরণ হয়? তৃণমূল সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলেই দাবি করেছেন তিনি।

ঘটনাস্থলে দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার রাজেশ কুমার বলেন, ‘‘প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে দেশীয় পদ্ধতিতে তৈরি শক্তিশালী কোনও সকেট বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা গোটাটা খতিয়ে দেখছি। আইইডি বিস্ফোরণের কোনও প্রমাণ আমরা এখনও পাইনি।’’