কলকাতা পুরসভা থেকে ববি হাকিম বলছি, সরাসরি মানুষের সঙ্গে

West Bengal Covid

জাস্ট দুনিয়া ডেস্ক: কলকাতা পুরসভা থেকে ববি হাকিম বলছি, হ্যাঁ এই পদ্ধতিতেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে‌ন তিনি। জল থেকে মাতাল, সব সমস্যা নিয়ে ফোনে হাজির হচ্ছেন মানুষ। এবং ঠান্ডা মাথায় সেই সব কথা শুনছেন এবং সমাধানের ব্যবস্থা করছেন। সকলকে সাহেব বা স্যার বলে সম্বোধন করছেন। কার বাড়িতে জল জমছে, কার বাড়িতে জল আসছে না, কার পাড়ার ড্রেন থেকে গন্ধ বেড়চ্ছে, কার পাড়ার লোক মদ খেয়ে গালাগাল দিচ্ছে, কার প্রতিবেশির বাড়ির দেওয়াল নিয়ে সমস্যা, কার বাড়ির সামনের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বাড়িতে জল জমে যাচ্ছেসহ এক গুচ্ছ বিষয় উঠে এল—এই সব সমস্যা নিয়ে ফিরহাদ হাকিমের দরবারে হাজির কলকাতার মানুষ।

শোনার পাশাপাশি সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধানের ব্যবস্থাও করছেন। সেই সমস্যা নিয়ে কার সঙ্গে যোগাযোগ করবেন সেই নামও বলে দিচ্ছেন তিনি। ফেসবুক লাইভে যোগাযোগের ফোন নম্বর দেখে পর পর ফোন করছেন সাধারণ মানুষ তাঁদের সমস্যা নিয়ে।

সরাসরি কলকাতা পুরসভা থেকে দেখুন সেই কথোপকথন…

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)