অভিনেত্রী জুহি সেনগুপ্ত হেনস্থার শিকার, গাড়িতে তেল ভরা নিয়ে সমস্যা

অভিনেত্রী জুহি সেনগুপ্ত

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিনেত্রী জুহি সেনগুপ্ত হেনস্থার শিকার হলেন। ধাক্কাধাক্কি করা হয়েছে তাঁর প্রবীণ বাবা-মাকেও। রবিবার তখন সকাল ১০টা বাজতে ৫। আচমকাই নিজের ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইভ করা শুরু করেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত। সেখা‌নেই তিনি রুবির সামনের একটি পেট্র‌লপাম্পের কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ আসে। তারা অভিযোগ খতিয়ে দেখছে।

এ দিন একাধিক বার উত্তেজিত অবস্থায় অভিনেত্রী জুহি সেনগুপ্তকে ফেসবুক লাইভে দেখতে পান তাঁর বন্ধুরা। সেখানে তিনি অভিযোগ তোলেন, বেড়াতে যাবেন বলে হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটি পাম্পে গাড়ির তেল ভরার সময় তাঁকে এবং তাঁর বাবা-মাকে হেনস্থা করা হয়। অভিযুক্ত ওই পাম্পের কর্মীরা।

ফেসবুকে লাইভ করে জুহির বক্তব্য, এক কর্মীকে গাড়িতে দেড় হাজার টাকার তেল ভরে দিতে বলেন। কিন্তু ওই কর্মী ৩ হাজার টাকার তেল ভরে দেন। কেন বেশি তেল ভরে দেওয়া, সে প্রশ্ন তুলতেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, গাড়িচালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়। জুহির বাবাকে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ

এর পরই ১০০ ডায়ালে ফোন করে ঘটনার কথা জানান অভিনেত্রী। ঘটনাস্থলে পুলিশ আসে।