জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে, দিলীপের হাত থেকে তুললেন পদ্ম-পতাকা

জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে

জাস্ট দুনিয়া ব্যুরো: জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে, মঙ্গলবার হুগলির বৈদ্যবাটীতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে তুলে নিলেন পদ্ম-পতাকা। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেওয়া, তার পর ফের মমতায় আস্থা রেখে থেকে যাওয়ার পর আচমকাই তাঁর বিজেপি-গমন আশ্চর্য করেছে রাজনৈতিক মহলকে। জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যাওয়ার কিছু দিন আগেই তৃণমূল তাঁকে দলের জাতীয় মুখপত্র করেছিল। তবে যে মেয়র এবং দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ জিতেন্দ্র হাতছাড়া করেছিলেন, সে সব তাঁকে আর ফিরিয়ে দেওয়া হয়‌নি। সে কারণেই কি তাঁর বিজেপি-গমন? এ সব প্রশ্নের জবাব দেননি পাণ্ডবেশ্বরের বিধায়ক।

তবে গত ডিসেম্বরে জিতেন-তৃণমূল সম্পর্ক খারাপ হতে শুরু করার পরে তাঁর বিজেপি-যাত্রা প্রায় নিশ্চিত হয়ে যায়। সেই সময় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় আপত্তি তোলেন। বাবুলকে সমর্থন করেছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসুরা। তার পরেই বাবুল এবং দিলীপ ছাড়া সকলকে শো-কজ করা হয়েছিল। সেই বাবুল যদিও মঙ্গলবার জিতেন্দ্রর বিজেপি-গমন নিয়ে বলেছেন, ‘‘উনি তো সাহস করে ফিরহাদ হাকিমকে চিঠিটা লিখেছিলেন! বলেছিলেন, রাজনৈতির স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলকে স্মার্ট সিটি করতে দেননি। কেউ যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের কাজ করতে চান, তাঁকে বিজেপি-তে স্বাগত। উনি এলে আমাদের দল শক্তিশালীই হবে।’’


একুশের ভোটের আরও খবর

মঙ্গলবার জিতেনের বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন করা বাবুল বলেন, ‘‘জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে অনেক দিন ধরেই আমার কথা চলছে। আমরা একে অপরের বিরুদ্ধে বৈরিতা নিয়ে লড়াই করেছিলাম। কিন্তু তিনি যদি নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে কাজ করতে চান তা হলে আমাদের কোনও আপত্তি নেই।’’

গত ১৬ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দেন জিতেন্দ্র। তিনি দলত্যাগের কথাও ঘোষণা করেছিলেন তখনই। ছাড়েন আসানসোলের মেয়র পদ। তার আগে যদি রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিমকে পত্রাঘাতও করেন তিনি। এর পর হঠাৎ কলকাতায় এসে তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন তাঁর ক্লাব সুরুচি সঙ্গে গিয়ে। তার পর জানান, ‘‘ভুল করেছি। দিদির কাছে ক্ষমা চেয়ে নেব।’’

এর পর যদিও তাঁকে আর দলের কোনও পদে ফিরিয়ে আনা হয়নি। কয়েক দিন আগে শুধু জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। সেই আবহে জিতেন্দ্র বিজেপি-গমন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)