ভাঙা সেতু দেখলেই ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন মন্ত্রীর মোবাইলে

ভাঙা সেতুভাঙা সেতু দেখলেই হোয়াটসঅ্যাপ

জাস্ট দুনিয়া ডেস্ক: ভাঙা সেতু দেখলেই তার ছবি মোবাইলে তুলে নিন। আর সেটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মোবাইলে। এ জন্য তিনি একটি আলাদা নম্বরের কথাও জানিয়েছেন। ৯৮৩০০৩৭৪৯৩ নম্বরে ভাঙা সেতুর ছবি ও তথ্য পাঠানোর কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন খোদ পুরমন্ত্রী।

গত মাসে হঠাৎ করেই ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। তার পর কলকাতার সেতুগুলির হাল খতিয়ে দেখতে এ দিন বেরিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় বনশল এবং নগরোন্নয়ন সচিব সুব্রত গুপ্তকে নিয়ে শহরের ১০টি সেতু পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। প্রথমে তিনি গিয়েছিলেন দক্ষিণ কলকাতার কালীঘাটে। আদিগঙ্গার উপরের ওই সেতুর হালহাকিকত খতিয়ে দেখেন তিনি। বোটে করে আদিগঙ্গা বেয়ে ফিরহাদ এবং পরিদর্শনকারী দল সেতুর নীচে পৌঁছে যান। সেতুর হাল খতিয়ে দেখে ফিরহাদ বলেন, ‘‘আজ আমরা কালীঘাট দিয়ে শুরু করলাম। এই সেতুর প্লাস্টার খসে গিয়েছে বেশ কয়েকটি জায়গায়। অনেক জায়গাতেই সেতুর গায়ে গাছ গজিয়েছে।’’ একই সঙ্গে মন্ত্রী দাবি করেন, তাঁর সঙ্গে যাওয়া বিশেষজ্ঞ দল জানিয়েছেন, আদিগঙ্গার জল অতি মাত্রায় দূষিত। ওই জলে অ্যাসিড রয়েছে। সেই জল থেকে উদ্গত জলীয়বাষ্পেও অ্যাসিড থাকে। আর সেটাও সেতুর কাঠামোর জন্য ক্ষতিকর।

কালীঘাটের ওই সেতুতে আগামী তিন দিনের মধ্যেই সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ফিরহাদ। তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে সেই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। এর পরেই ফিরহাদ জানান, রাজ্যের অন্যত্র সেতুগুলির হাল কেমন আছে তা এ বার সাধারণ নাগরিকরা তাঁকে সরাসরি জানাতে পারবেন। তবে কোনও সমালোচনা নয়, শুধু রাজ্যকে জানাতেই ওই নম্বর খোলা হয়েছে বলে মন্ত্রীর দাবি। তিনি বলেন, ‘‘আমরা একটি নম্বর খুলেছি। জনগণকে বলব, কোথাও যদি কোনও সেতুর হাল খারাপ দেখেন, তা হলে তার ছবি তুলে আমাদের জানান।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এটা আমাকে সাহায্য করার জন্য।’’

জবুথবু বৃদ্ধা এ ভাবে আটকে ছিলেন ভাইয়ের হাতে! উদ্ধার করল দিল্লির মহিলা কমিশন

কালীঘাট সেতু ঘুরে এ দিন ফিরহাদ হাকিম গিয়েছিলেন ঢাকুরিয়া সেতুর হাল দেখতে। সেখান থেকে তিনি গিয়েছিলেন বালিগঞ্জে বিজন সেতুর হাল দেখতে। এক এক করে তিনি কলকাতার ১০টি সেতুর হাল দেখবেন বলে সূত্রের খবর।