গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহার করে চলছে রাস্তা সারাই!

গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহার করে চলছে রাস্তা সারাই!চলছে রাস্তা সারাই!

জাস্ট দুনিয়া ডেস্ক: গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহার করে চলছে রাস্তা সারাইয়ের কাজ। মাস দেড়েক ধরেই চলছে ওই রাস্তা সংস্কারের কাজ। প্রকাশ্যে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছে রাস্তা সারানো! কামারহাটি পুরসভার নীলগঞ্জ রোডে ওই রাস্তা সারাইয়ের কাজের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সেই ছবিতে দেখা যাচ্ছে, এক শ্রমিক রাস্তায় পিচের মধ্যে খোয়া বসানোর কাজ করছেন। পিছনে লাল রঙের একটি গ্যাস সিলিন্ডার। প্রশ্ন উঠেছে, বাণিজ্যিক কাজে ওই সিলিন্ডার কী ভাবে ব্যবহার করা হচ্ছে? ‘ডোমেস্টিক সিলিন্ডার’ ভর্তুকিতে মেলে। কোনও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নীল রঙের ‘কর্মাশিয়াল সিলিন্ডার’।

মেট্রোয় বিভ্রাট, বোমাতঙ্ক, দিনভর সমস্যায় ভুগলেন যাত্রীরা

বেলঘরিয়া থানার পিছন থেকে প্রায় দেড় কিলোমিটার নীলগঞ্জ রোড সংস্কারের কাজ শুরু হয়েছে মাস দেড়েক আগে। সেখানেই পঞ্চাননতলার কাছে ওই থবিটি কেউ তোলেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, কোনও ঠিকাদার যদি এ কাজ করে থাকেন তা হলে অনিয়মের জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।