কালীপুজোয় বাজি ফাটল, উপদ্রব অনেকটা কম হলেও কেউ কেউ বেপরোয়া

কালীপুজোয় বাজি ফাটলএমন ছবি এ বার খুব কম জায়গাতেই দেখা গিয়েছে।

জাস্ট দুনিয়া ব্যুরো: কালীপুজোয় বাজি ফাটল, তবে উপদ্রব এ বার অনেকটা কম। যদিও কিছু এলাকায় বেপরোয়া বাজি ফেটেছে বলেও অভিযোগ।

কালীপুজো ও দীপাবলির রাতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু কালীপুজোর রাতে বোঝা গেল, আদালতের নির্দেশকে গুরুত্ব দেননি অনেকেই। সন্ধ্যায় কিছু এলাকায় বাজির উপদ্রব কম ছিল। কিন্তু রাত হতেই বেপরোয়া বাজি ফেটেছে।


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের এলাকায় সব মিলিয়ে ২৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১ হাজার ৫৪ কেজি বাজি। নাগরিকদের অভিযোগ, বেশ কিছু এলাকায় যেমন একেবারে বাজি ফাটেনি, তেমনই কিছু এলাকায় দেদার বাজি ফেটেছে। কালীপুজোর রাতের আগে শহরের নানা জায়গা থেকে প্রায় সাড়ে ৪ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয়েছিল ৩০ জনকে।

তবে পুলিশে নজরদারি চললেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনিয়মও চোখে পড়ে বেশ কিছু জায়গায়। বিশেষ করে দক্ষিণ কলকাতায়। রাত ৮টার পর থেকে সেখানে একাধিক বাজি পোড়ানোর অভিযোগ উঠেছে। অন্য বছরের তুলনায় এ বছরের কালীপুজোকে তাই উপদ্রবহীন বলার পক্ষপাতী পুলিশ প্রশাসন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)