ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, সঙ্গে রাজ্যের অনেকগুলি জেলা

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতাভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

জাস্ট দুনিয়া ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, সঙ্গে রাজ্যের অনেকগুলি জেলাও। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের একটা বড় অংশ মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলির কিছু এলাকায় এই কম্পন অনুভূত হয়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রিখটার স্কেলে ৫ মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুগলি। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে ছিল ওই কম্পনের উৎস। হুগলিতে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও, ওই জেলার খানাকুল ও গোঘাটের কিছু এলাকা ছাড়া অন্যত্র যদিও বোঝা যায়নি ওই কম্পন।

দুই মেদিনীপুরের এগরা, গড়বেতা, হলদিয়া, মেদিনীপুর শহর, খড়্গপুর ও ঝাড়গ্রাম থেকে কম্পন বোঝা গিয়েছে। এগরায় একটি বাড়ির একাংশ ভূমিকম্পে ভেঙে পড়েছে জানা গিয়েছে। তবে এ দিন রাত পর্যন্ত কোনও প্রাণহানীর খবর মেলেনি।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কাল, তার আগেই পড়ুয়াদের পেটানোর অভিযোগ!