দুর্গাপুর ব্রিজ নয়, গার্ডেনরিচ উড়ালপুল ব্যবহার করতে বলছে পুলিশ

দুর্গাপুর ব্রিজ নয়, গার্ডেনরিচ উড়ালপুলদুর্গাপুর ব্রিজ নয়, গার্ডেনরিচ উড়ালপুল

জাস্ট দুনিয়া ডেস্ক: দুর্গাপুর ব্রিজ নয়, গার্ডেনরিচ উড়ালপুল ব্যবহার করার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে কলকাতা শহরে যান চলাচলে লাগাম পরাতে চেয়েছিল লালবাজার। সে কারণেই পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে রাশ টেনেছিল তারা।

কিন্তু, এতে হিতে বিপরীত হয়েছে। কলকাতা পুলিশেরই একটা অংশ বলছে, পণ্যবাহী গাড়ি চলাচলের সময় কমানোয় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বৃহস্পতিবারের থেকে শুক্রবার যান চলাচল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ। তবে, বেহালা-ঠাকুরপুকুর-সহ একটা বিস্তীর্ণ অংশের মানুষ রাস্তায় নেমে ভোগান্তির হাত থেকে এ দিনও রক্ষা পাননি।

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (১) বিনীত গোয়েল এ দিন লালাবাজারে জানান, শহর লাগোয়া জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পণ্যবাহী গাড়ি চলাচলের সময় কিছুটা বাড়ানোর চেষ্টা চলছে। গত মঙ্গলবার মাঝেরহাট সেতু ভাঙার আগে ওই সেতু দিয়ে দুপুরে ১২টা থেকে ৪টে এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করত। কিন্তু পরে পুলিশ নির্দেশ দিয়ে ওই সময়টা অনেকটাই কমিয়ে দিয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচল করছে। কিন্তু এই সময় কমে যাওয়ায় গাড়ির চাপ বেড়েছে।

‘ইরাবতীর চুপকথা’ এক দায়িত্বশীল মেয়ের গল্প বলবে এই নতুন সিরিয়াল

মাঝেরহাট সেতু ভেঙে গিয়ে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে যোগাযোগ ছিঁড়ে গিয়েছে। ঘুর পথে গাড়ি চালিয়ে যানজট সামাল দেওয়া যাচ্ছে না বলেই পুলিশের একটা সূত্রের মত। এ দিনও আলিপুর রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, সাহাপুর রোড, চেতলা সেন্ট্রাল রোড, হাইড রোড— সব ক’টা রাস্তাই বেশির ভাগ সময়েই আটকে ছিল। কলকাতা পুলিশ জানিয়েছে, বেহালা থেকে তারাতলা মোড় হয়ে নিউ আলিপুর নলিনীরঞ্জন অ্যাভিনিউ দিয়ে দুর্গাপুর ব্রিজে বেশি গাড়ি ঢোকায় যানজট হচ্ছে। তার জেরে আটকে যাচ্ছে আলিপুর রোড, চেতলা সেন্ট্রাল রোড এবং টালিগঞ্জ সার্কুলার রোড। কিন্তু তুলনামূলক ফাঁকা থাকছে গার্ডেনরিচ উড়ালপুল

এ দিন পুলিশের তরফে অনুরোধ করা হয়, গার্ডেনরিচ উড়ালপুল ব্যবহার করতে। তাদের মতে, তাতে সময় কম লাগবে। কেন পুলিশকে অনুরোধ করতে হচ্ছে, গার্ডেনরিচ উড়ালপুলের জন্য? কারণ, গার্ডেনরিচ উড়ালপুল দিয়ে যাতায়াত করতে বেশ কয়েক কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়। সে কারণেই ওই উড়ালপুল ফাঁকা থেকে যাচ্ছে।