জেলবন্দিদের মাদক, মোবাইল পাচারের অভিযোগে গ্রেফতার ডাক্তার

জেলবন্দিদের

জাস্ট দুনিয়া ব্যুরো: জেলবন্দিদের কাছ থেকে মাঝে মাঝেই পাওয়া যাচ্ছিল মাদক, মোবাইল ফোন। এ বার সেই ঘটনায় গ্রেফতার করা হল জেলেরই এক চিকিৎসককে। ধৃতের নাম অমিতাভ চৌধুরী। তিনি আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক চিকিৎসক হিসাবে কাজ করতেন।

পেশাগত কারণে আলিপুর সংশোধনাগারের সংরক্ষিত এলাকায় তাঁর অবাধ যাতায়াত ছিল। আর সেই সুযোগেই তিনি হয়ে ওঠেন বন্দিদের ‘কাছের লোক’!  সেই কাছের লোক তথা আলিপুর জেল হাসপাতালের চিকিৎসক অমিতাভ চৌধুরীকে মাদক পাচারের অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার করল আলিপুর থানার পুলিশ।

তাঁর বিরুদ্ধে জেল বিধি ভাঙার অভিযোগও দায়ের হয়েছে। জেল কর্তৃপক্ষের অভিযোগ, জেলে মাদক, মোবাইল ফোন, সিম কার্ড পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে আলিপুর থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে আলিপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে দু’দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

নরেন্দ্র মোদীকে খুনের ছক কষেছিল মাওবাদীরা

তাঁর কাছ থেকে পাঁচ কিলোগ্রাম গাঁজা, ১০ প্যাকেট হেরোইন এবং পাঁচ লিটার মদ উদ্ধার হয়েছে। এ ছাড়াও তার কাছ থেকে এক ধরনের সাদা পাউডার উদ্ধার হয়েছে। সেগুলি কী তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানায়, অমিতাভের সঙ্গে ছিল দু’টি কালো ব্যাগ। তার একটিতে ভরা ছিল এই মাদক দ্রব্য। অন্যটি থেকে ৩৫টি মোবাইল ফোন, যার মধ্যে ১০টি স্মার্টফোন, সিম কার্ড বেশ কয়েকটি চার্জার, হেডফোন এবং হিটারের কয়েল উদ্ধার হয়েছে।

ওই রাতেই অমিতাভকে আলিপুর থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক অমিতাভকে ২০১৪ সালে কারা দফতর আলিপুর সংশোধনাগারে চিকিৎসক হিসেবে নিযুক্ত করে। তারপর থেকে কয়েক বছরের মধ্যেই কোন এক জাদুবলে বন্দিদের প্রিয়পাত্র হয়ে ওঠেন অমিতাভ।

পেশাগত কারণে আলিপুর সংশোধনাগারের সংরক্ষিত এলাকায় তাঁর অবাধ যাতায়াত ছিল। আর সেই সুযোগেই তিনি হয়ে ওঠেন বন্দিদের ‘কাছের লোক’!

কারা দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, কয়েক মাস ধরেই সংশোধনাগারের মধ্যে বাইরে থেকে জিনিসপত্র পাচায় হচ্ছে বলে খবর পাচ্ছিলেন তাঁরা। অভিযোগ উঠেছিল অমিতাভর বিরুদ্ধে। এমনিতে সংশোধনাগারের মধ্যে কারা দফতরের চিকিৎসকদের যাতায়াত অবাধ। সেই সুযোগ কাজে লাগিয়েই অমিতাভ সংশোধনাগারের মধ্যে মাদক-সহ নানা জিনিস পাচার করতেন বলে মনে করছেন তদন্তকারীরা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে তাঁকে গ্রেফতার করা হয়।