কলকাতার কন্টেনমেন্ট জোন কোনগুলো জানেন তো? তালিকা দিল নবান্ন

কলকাতার কন্টেনমেন্ট জোনকলকাতার কন্টেনমেন্ট জোন

জাস্ট দুনিয়া ডেস্ক: কলকাতার কন্টেনমেন্ট জোন কোনগুলো জানেন তো? সোমবার তারই তালিকা দিল নবান্ন। সংক্রমণের নিরিখে রাজ্যের কোন জেলা কী অবস্থায় রয়েছে, এ দিন সেই তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার।

এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোভিড-আক্রান্তের নিরিখে কলকাতার বিভিন্ন এলাকাকে ‘রেড’, ‘অরেঞ্জ’ এবং ‘গ্রিন’ জোনে ভাগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষ সহযোগিতা করছেন বলেই এত কিছু করতে পারছি। এ সমস্ত বিষয়ে জানলে মানুষ নিজেও সতর্ক থাকতে পারবেন। নিজেদের মতো করে সাবধানতা অবলম্বন করবেন। আপনি রেড জোনে থাকলে আরও সতর্ক হওয়া প্রয়োজন। রেড জোনে নিয়ন্ত্রণ থাকবে, অরেঞ্জে কিছু কিছু ছাড় হবে এবং গ্রিন জোনে কিছু টা শিথিল হবে নিয়ন্ত্রণ।’’

কন্টেনমেন্ট জোনের মধ্যে রয়েছে উত্তর কলকাতার ৫২টি ওয়ার্ড—

কাশীপুর
টালা
পাইকপাড়া
বেলগাছিয়া
শ্যামপুকুর
রাজা মণীন্দ্র রোড
শ্যামপুকুর স্ট্রিট
জোড়াবাগান
বিডন স্ট্রিট
নিমতলা
বেনিয়াটোলা
মসজিদবাড়ি স্ট্রিট
মহাত্মা গাঁধী রোড
আমহার্স্ট স্ট্রিট
বি বি গাঙ্গুলি স্ট্রিট
ক্যানাল ইস্ট রোড
মানিকতলা
নারকেলডাঙা
বেলেঘাটা
ট্যাংরা-সহ একাধিক জায়গা


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

দক্ষিণ কলকাতার ৪৬টি ওয়ার্ডকে রাখা হয়েছে ওই জোনে—

তিলজলা
পাম অ্যাভিনিউ
ট্যাংরা
পার্ক সার্কাস
বালিগঞ্জ
বেলতলা
পার্কস্ট্রিট
গার্ডেনরিচ
মেটিয়াবুরুজ
মোমিনপুর
কালীঘাট
চেতলা
নিউ আলিপুর
আলিপুর
বাঘা যতীন
বেহালা
জোকা
ডায়মন্ড হারবার রোড-সহ একাধিক জায়গা

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)