LIVE: পঞ্চায়েত ভোটের গননা চলছে,  কী কী হচ্ছে রাজ্য জুড়ে

পঞ্চায়েত ভোটের গননাচলছে গননা।

জাস্ট দুনিয়া ব্যুরো: শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের গননা পর্ব। সকাল থেকেই যা নিয়ে উত্তাল শহর থেকে শহরতলী। নমিনেশন থেকে যে খুন যখম শুরু হয়েছিল তারও কোনও বিরাম নেই। গননার দিনও গুলিবিদ্ধ হয়েছে মানুষ। অভিযোগের আঙুল সেই তৃণমূলের দিকে। যদিও এখনও পর্যন্ত অনেক এগিয়ে শাসক দলই। তবুও কেন এই মারদাঙ্গা প্রশ্ন উঠছে। চলছে তৃণমূলের উৎসব সঙ্গে অরাজকতাও। তার মধ্যেই চলছে পঞ্চায়েত ভোটের গননা।

  • উত্তর ২৪ পরগনার হাবড়ায় বিরোধী এজেন্টদের মারধর করে গণমাকেন্দ্র থেকে বার করে দিল তৃণমূল
  • নদিয়ার করিমপুরের কানাইখালিতে বিজেপির রাস্তা অবরোধ, গুলি চালাল পুলিশ
  • হাওড়ার একটি পঞ্চায়েতে জয়ের খবর শুনে আবির খেলা শুরু করে দিয়েছিল তৃণমূল, পরে জানা যায় ১ ভোটে সেখানে জিতে গিয়েছে সিপিএম
  • পূর্ব মেদিনীপুরের খেজুরিতে নির্দল ও তৃণমূল সমর্থকদের মধ্যে গণ্ডগোল, বোমাবাজি
  • কোলাঘাটের সাগরবাড় গ্রামপঞ্চায়েত দখলে রাখল কংগ্রেস
  • ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, ওই গ্রামেই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি
  • শান্তিপুরে গণনাকেন্দ্র দখল।
  • চার দিক সবুজে সবুজ, আর তার মাঝে চা-বাগানের শেড ট্রি-র মতো গেরুয়া ধ্বজা
  • বীরভূমের মল্লারপুর বাজারের সমস্ত দোকান বন্ধের নির্দেশ দিলেন এসডিপিও
  • সাঁকরাইল ব্লকের আঁধারী গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
  • পাথরা ও খুদমরাই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে।
  • নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বড়খাঁকড়ি ও বালিগেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে
  • বাঁশপাহাড়ি- আদিবাসী সমন্বয় মঞ্চের নির্দল দের দখলে
  • সন্দেশখালি ১ ও ২, হাসনাবাদ ১ এবং বসিরহাট ১ ব্লকে জয়ী তৃণমূল
  • মুর্শিদাবাদের নওদাতে শাহিন শেখ যে বুথে খুন হয়েছিলেন, সেখানে কংগ্রেস প্রার্থী জয়ী
  •  উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ২টি ব্লকে জয়ী তৃণমূল
  •  উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ১ ব্লকে জয়ী তৃণমূল
  • বসিরহাট ১ ব্লকে জয়ী তৃণমূল
  • ভাঙড়ে জয়ী আরাবুল ইসলাম
  • ভাঙড়ে জয়ী আরাবুলের ছেলে হাকিবুল ইসলাম
  • ঝাড়গ্রাম জেলায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৮০৬টি। এখনও পর্যন্ত জয়ী তৃণমূল-৭৪টি, বিজেপি-৫৮টি, সিপিএম -১, নির্দল-৮টি।
  • বাঁকুড়া-২ পঞ্চায়েত সমিতি প্রথম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ১৯টি আসনে, বিজেপি ১২, নির্দল ৩টি আসনে এগিয়ে।
  • ভাঙড়ে এগিয়ে আরাবুল, কমিটির দখলে পাঁচটি আসন।
  • বাঁকুড়া-২ পঞ্চায়েত সমিতি প্রথম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ১৯টি আসনে, বিজেপি ১২, নির্দল ৩টি আসনে এগিয়ে।
  • মহিষাদল-১ ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
  • নন্দীগ্রাম-১ ব্লকের ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে।
  • খেজুরী ২ নং ব্লকে ৯০ টা আসনে তৃণমূল জয়ী। কোন বিরোধী জয় পায়নি।
  • মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া জিপি তৃণমূলের দখলে।
  • মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি জিপির ১৫ টির মধ্যে সবকটি আসনে তৃণমূল জয়ী।
  • বড়ঞা ব্লকের ১৩টি অঞ্চল পঞ্চায়েত সমিতি বিরোধী শূণ্য করল তৃণমূল।
  • চন্দ্রকোনা-১ ব্লকের মাঙরুল গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। এখানে  বিক্ষুদ্ধ তৃণমূল (নির্দল) প্রার্থীরা এগিয়ে।
  • কোলাঘাটে পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি পঞ্চায়েতের আসনে দাঁড়িয়ে পরাজিত হলেন বিক্ষুদ্ধ নির্দল প্রার্থীর কাছেপঞ্চায়েত ভোটের গননা
  • উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিবিদ্ধ ২, অভিযুক্ত তৃণমূল। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করল বিরোধীরা। পুলিশের গাড়ি ভাঙচুর।
  • ঘাটাল ব্লকের মোহনপুর অঞ্চলে চারটি আসনে বিজেপি প্রার্থী জয়ী। পঞ্চায়েত অবশ্য থাকছে তৃণমূলের দখলেই।
  • বাঁকুড়ার জঙ্গল মহলে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই।
  • আরামবাগের যে চারটি বুথে পুনর্নির্বাচন হয়েছিল তার সবটিতেই জয়ী নির্দল।
  • ঘাটাল ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েত। মোট আসন ১৬৬। ৭৫টি আসনে ভোট হয়েছিল। দ্বিতীয় রাউন্ডের পর ৮টিতে নির্দল প্রার্থীরা এগিয়ে। বাকিগুলিতে এগিয়ে তৃণমূল।
  • ঝাড়গ্রাম জেলায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৮০৬টি। তৃণমূল-৭টি, সিপিএম-১টি, বিজেপি-৪টি।
  • নলহাটি ২ পঞ্চায়েত সমিতির ৩টি গ্রাম পঞ্চায়েত আসনই পেল তৃণমূল।
  • গড়বেতা ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে ১৬২টি আসনের মধ্যে ১৩৮টিতে নির্বাচন হয়। যে ২৪টি আসনে নির্বাচন হয় সেখানে প্রথম রাউন্ড গণনার শেষে ২৩টিতে এগিয়ে তৃণমূল।
  • নলহাটি ২ পঞ্চায়েত সমিতির ৩টি গ্রাম পঞ্চায়েত আসনই পেল তৃণমূল
  • নবদ্বীপের স্বরূপগঞ্জে এখনও গণনা শুরু হয়নি। তা সত্ত্বেও গণনাকেন্দ্রের বাইরে উৎসবের মেজাজ।ফুলিয়ায় গণনা কেন্দ্রে
  • বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। নদিয়ার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করা হল।

    ২২২ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১২

  • ভাঙড়ের গণনাকেন্দ্রে কোনও নির্দল এজেন্ট নেই বলে দাবি। নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করলেন নির্দল এজেন্টরা।
  • রাজারহাটে দু’জন বিরোধী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
  • মেমারি ভোটগণনা কেন্দ্র থেকে সিপিএম এবং বিজেপি এজেন্ট ও প্রার্থীদের বার করে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত শাসক দল।
  • ভগবানগোলায় বাম এজেন্টদের মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
  • হাঁসখালিতে বিরোধী কাউন্টিং এজেন্টদের রাস্তা থেকেই ভয় দেখিয়ে ফিরিয়ে দেওয়া হল। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে কৃষ্ণনগরের ডি এম অফিসে অবস্থান শুরু বিরোধী কাউন্টিং এজেন্টদের।