এক দিনে রাজ্যে সর্বাধিক মৃত্যু, পর পর ২ দিন ৬২ জন করে মারা গেলেন

এক দিনে রাজ্যে সর্বাধিক মৃত্যু

জাস্ট দুনিয়া ব্যুরো: এক দিনে রাজ্যে সর্বাধিক মৃত্যু হল। গত ২৪ ঘণ্টায় মারা গেলেন ৬২ জন। এক দিনে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। সোমবারও ৬২ জন মারা গিয়েছিলেন। পর পর দু’দিন ষাটেরও বেশি মানুষ মারা যাওয়ায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। নতুন করে আক্রান্তও ফের ৩ হাজারের উপরে। আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে ২ লাখ ৩১ হাজার ৪৮৪। সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৪ হাজার ৯৭১। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৪৮৩। তবে এখনও পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যের করোনাচিত্র এমনটাই।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টাতে যে ৬২ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ৭ জন বাসিন্দা রয়েছেন। উত্তর ২৪ পরগনায় ১২, হাওড়ায় ৫, হুগলিতে ৪, দক্ষিণ ২৪ পরগনায় ৬, পূর্ব বর্ধমানে ৩, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৪, পূর্ব মেদিনীপুরে ৬, বাঁকুড়ায় ১, বীরভূমে ১, নদিয়ায় ২, মুর্শিদাবাদে ১, মালদহে ১, দক্ষিণ দিনাজপুরে ১, উত্তর দিনাজপুরে ১, কালিম্পঙে ১, কোচবিহারে ২ এবং আলিপুরদুয়ারে ২ জন করে করোনা আক্রান্ত মারা গিয়েছেন।

এক দিনে রাজ্যে সর্বাধিক মৃত্যু, তবে সুস্থতার হার ৮৭.২৮ শতাংশ। গত কয়েক দিনে এই হার বেশ খানিকটা কমে গিয়েছিল। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ২ হাজার ৩০ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৭ জন। কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৪৯ জন।

সক্রিয় আক্রান্তের সংখ্যাও প্রতি দিন বাড়ছে রাজ্যে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে প্রায় সাড়ে ২ লাখ ২ হাজার মানুষ ছাড়া পেলেও এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯৭১। তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ৩২০জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ২৮ লক্ষ ৭৯ হাজার ২৭৮টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৪৭টি টেস্ট হয়েছে। এ রাজ্যে ৫৮২টি সরকারি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে। সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ১ লাখ ৭ হাজার ৬৩১ জনকে ছাড়া হয়েছে। পাশাপাশি, ওই কেন্দ্রগুলিতে এখনও ২ হাজার ৪৫৩ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)