রাজ্যে করোনায় মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, কলকাতায় এক দিনে আক্রান্ত ৫০০

Omicron

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যে করোনায় মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই। প্রতি দিন যে হারে মৃতের সংখ্যা বাড়ছে, তাতে দু’এক দিনের মধ্যেই তা হাজার ছুঁয়ে ফেলতে পারে। এখনও পর্যন্ত ৯৮০ জন মারা গিয়েছেন করোনায়। গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২৪ জন।

অন্য দিকে, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। গত মার্চে কলকাতায় প্রথম করোনা রোগী ধরা পড়ার পর এক দিনে এত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হননি।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা যেমন বাড়ছে, তেমন প্রতি দিন আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত রাজ্য করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৩৮। তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন।

গত ২৪ ঘণ্টায় যে ২৪ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ৭ বাসিন্দা রয়েছেন। উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৮জন। একই সঙ্গে হাওড়ায় ৫, দক্ষিণ ২৪ পরগনায় ২, হুগলি এবং দক্ষিণ দিনাজপুরে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন।

প্রচুর মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও কিন্তু কমছে। শতাংশের হিসেবে সংখ্যাটা ৬০.৬৯। গত কয়েক দিনে এই হার বেশ খানিকটা কমেছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৯৩১ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৭১৮ জন। এখনও সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯২৭। তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ১১৩ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৩৮৫ হাজার ৫৪০টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০২টি টেস্ট হয়েছে। এ রাজ্যে ৫৮২টি সরকারি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে। সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৬৪৪ জনকে ছাড়া হয়েছে। পাশাপাশি, ওই কেন্দ্রগুলিতে এখনও ৪ হাজার ৩৮৮ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এক নজরে

এখনও পর্যন্ত ৯৮০ জন মারা গিয়েছেন করোনায়।
গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২৪ জন।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন।
এখনও পর্যন্ত রাজ্য করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৩৮।
তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন।
গত ২৪ ঘণ্টায় যে ২৪ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ৭ বাসিন্দা রয়েছেন।
উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৮জন।
একই সঙ্গে হাওড়ায় ৫, দক্ষিণ ২৪ পরগনায় ২, হুগলি এবং দক্ষিণ দিনাজপুরে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন।
রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৬০.৬৯ শতাংশ।
এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৯৩১ জন।
তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৭১৮ জন।
এখনও সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯২৭।
তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ১১৩ জন।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৩৮৫ হাজার ৫৪০টি।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০২টি টেস্ট হয়েছে।
এ রাজ্যে ৫৮২টি সরকারি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে।
সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৬৪৪ জনকে ছাড়া হয়েছে।
ওই কেন্দ্রগুলিতে এখনও ৪ হাজার ৩৮৮ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)