তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, রয়েছে মিমি-নুসরত-দেবের নাম

তৃণমূলের প্রার্থী তালিকাতৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাস্ট দুনিয়া ডেস্ক: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর কালীঘাটের বাড়িতে দলের নির্বাচন কমিটির বৈঠক হয়। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের ৪২টি লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা।

৪২টি আসনের মধ্যে ১৮টি-তেই এ বার নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল। তার মদ্যে ৪১ শতাংশ মহিলা প্রার্থী। বিদায়ী লোকসভার বর্তমান সাংসদদের মধ্যে এ বার আর ভোটে লড়বেন না অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন সুব্রত বক্সী, ইদ্রিস আলি, সুগত বসু, সন্ধ্যা রায়, তাপস পাল, তাপস মণ্ডল, উমা সরেন, পার্থপ্রতিম রায়, সৌমিত্র খান এবং অনুপম হাজরা। শেষের দু’জন অবশ্য বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়ানোয় দল থেকে বহিষ্কৃত হয়েছেন। পরে তাঁরা দু’জনে বিজেপিতে যোগও দিয়েছেন।

এ দিন তৃণমূলনেত্রী যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন—

আলিপুরদুয়ার কেন্দ্রে দশরথ তিরকে
জলপাইগুড়ি কেন্দ্রে বিজয়চন্দ্র বর্মণ
দার্জিলিং কেন্দ্রে অমর সিং রাই
রায়গঞ্জ কেন্দ্রে কানাইয়ালাল আগরওয়াল
বালুরঘাট কেন্দ্রে অর্পিতা ঘোষ
মালদহ উত্তর কেন্দ্রে মৌসম বেনজির নুর
মালদহ দক্ষিণ কেন্দ্রে মোয়াজ্জেম হোসেন
জঙ্গিপুর কেন্দ্রে হামিদুল রহমান
বহরমপুর কেন্দ্রে অপূর্ব সরকার
মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের
কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্র
রানাঘাট কেন্দ্রে রূপালি বিশ্বাস
বনগাঁ কেন্দ্রে মমতাবালা ঠাকুর
ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদী
দমদম কেন্দ্রে সৌগত রায়
বারাসত কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট কেন্দ্রে নুসরত জাহান
জয়নগর কেন্দ্রে প্রতিমা মণ্ডল
মথুরাপুর কেন্দ্রে চৌধুরীমোহন জাটুয়া
ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর কেন্দ্রে মিমি চক্রবর্তী
কলকাতা দক্ষিণ কেন্দ্রে মালা রায়
কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া কেন্দ্রে সাজদা আহমেদ
শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভোটের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

হুগলি কেন্দ্রে রত্না দে নাগ
আরামবাগ কেন্দ্রে অপরূপা পোদ্দার
তমলুক কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী
কাঁথি কেন্দ্রে শিশির অধিকারী
ঘাটাল কেন্দ্রে দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম কেন্দ্রে বীরবাহা সরেন
মেদিনীপুর কেন্দ্রে মানস ভুইঞাঁ
পুরুলিয়া কেন্দ্রে মৃগাঙ্ক মাহাতো
বাঁকুড়া কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায়
বিষ্ণুপুর কেন্দ্রে শ্যামল সাঁতরা
বর্ধমান পূর্ব কেন্দ্রে সুনীলকুমার মণ্ডল
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে মমতাজ সঙ্ঘমিত্রা
আসানসোল কেন্দ্রে মুনমুন সেন
বোলপুর কেন্দ্রে অসিত মাল
বীরভূম কেন্দ্রে শতাব্দী রায়

২০১৪-র নির্বাচনে তৃণমূল যে ৮টি আসনে হেরেছিল, সেগুলির মধ্যে একমাত্র মালদহ দক্ষিণেই আগের বারের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রয়েছেন।  বাকি ৭টি কেন্দ্রে অর্থাৎ দার্জিলিং, রায়গঞ্জ, উত্তর মালদহ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর এবং আসানসোল কেন্দ্রে এ বার নতুন প্রার্থী।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন