সোমবার থেকে গ্রিন জোনে ছাড় রাজ্যের, জেলার মধ্যে চলবে বাসও

সোমবার থেকে গ্রিন জোনে ছাড় রাজ্যেরসোমবার থেকে গ্রিন জোনে ছাড় রাজ্যের

জাস্ট দুনিয়া ডেস্ক: সোমবার থেকে গ্রিন জোনে ছাড় রাজ্যের, জেলার মধ্যে চলবে বাসও। বুধবার নবান্নে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা-সংক্রমণের তীব্রতা অনুযায়ী রাজ্যকে ইতিমধ্যেই রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনে ভাগ করেছে রাজ্য সরকার। আগেই জানানো হয়েছিল, রেড জোন বা তার ভিতরে থাকা কন্টেনমেন্ট এলাকায় কোনও নিয়ন্ত্রণ শিথিল করা হবে না। অরেঞ্জ বা গ্রিন জোনে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ শিথিল করা হবে। তবে সেখান থেকে করোনা-আক্রান্তের খবর পেলে ফের সংশ্লিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এই প্রক্রিয়া ও পরিকল্পনা ২১ মে পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি সেই গ্রিন জোনে আগামী সোমবার অর্থাৎ ৪ মে থেকে কী কী শিথিল করা হবে তার ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী আগামী ৩ মে দেশ জুড়ে লকডাউনের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে। ৪ মে থেকে রাজ্যের গ্রিন জোনে লকডাউন শিথিল করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রেড জোন সম্পর্কে তিনি বলেন, ‘‘কন্টেনমেন্ট এলাকাগুলিতে কিছু করতে পারব না এখন। পুরো লকডাউন থাকবে।’’

গ্রিন জোনের মধ্যে পড়ছে—
আলিপুরদুয়ার
কোচবিহার
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
বীরভূম
বাঁকুড়া
পুরুলিয়া
ঝাড়গ্রাম

অরেঞ্জ জোনের মধ্যে পড়ছে—
দক্ষিণ ২৪ পরগনা
হুগলি
পশ্চিম মেদিনীপুর
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
কালিম্পং
ননদিয়া
জলপাইগুড়ি
দার্জিলিং
মুর্শিদাবাদ
মালদহ

রেড জোনের মধ্যে পড়ছে—
কলকাতা
হাওড়া
উত্তর ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর

৪ মে থেকে ছাড় কিসে কিসে—

গ্রিন জোন হিসেবে চিহ্নিত রাজ্যের আটটি জেলায় অত্যাবশ্যক নয় এমন পণ্যের দোকান খোলার ছাড়পত্র দিতে চলেছে রাজ্য।
জেলার মধ্যে বাস চলাচলের অনুমতিও দেওয়া হবে।
তবে সব ক্ষেত্রেই পারস্পরিক দূরত্ব বজায় রাখার বিধি মেনে চলতে হবে।
বাসে একসঙ্গে ২০ জনের বেশি যাত্রা করতে পারবেন না।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

হার্ডওয়্যার
বৈদ্যুতিন সামগ্রী
স্টেশনারি
বই
রং
লন্ড্রি
মোবাইল ফোন রিচার্জ
ব্যাটারি চার্জের দোকান
চা, পানের দোকান
লৌহ-ইস্পাত কারখানা
নির্মাণ শিল্প
গ্রামীণ আবাস
যোজনা, রাস্তা, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, আবাসন-সহ সরকারি প্রকল্প
চা বাগান, বনজ সম্পদ
২৫টি চটকলে দু’শো জনকে নিয়ে কাজ

ছাড় নেই—
হকার্স কর্নার
মার্কেট কমপ্লেক্স
ফুটপাতের দোকান
হোটেল
সেলুন
বিউটি পার্লার

তবে কোন এলাকায় কী ধরনের দোকান খুলবে, কোন দোকান খুললে বেশি ভিড় হবে না, কোনটা একেবারে অপ্রয়োজনীয়— এ সব খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)