বুদ্ধদেব সুস্থ আছেন, খেলেন তরল খিচুড়ি-পেঁপে-আঙুর

বুদ্ধদেব সুস্থ

জাস্ট দুনিয়া ডেস্ক: বুদ্ধদেব সুস্থ আছেন। শনিবার সুপ আর লিকার চা খেয়েছিলেন। রবিবার তাঁকে খাবার খেতে বলায়, চিকিৎসকদের কথায় তিনি তরল খিচুড়ি খান। তবে খুবই অল্প পরিমাণে। অল্প পাকা পেঁপে, আঙুরও খান তিনি। বিকেলে খান লিকার চা।

তবে তাঁর রাইলস টিউব খোলা হয়নি। ওই নলের মাধ্যমেই প্রোটিন-যুক্ত তরল খাবার দেওয়া হচ্ছে তাঁকে।


এই বিষয়ে আরও তথ্য পেতে নজর রাখুন জাস্ট দুনিয়ার স্বাস্থ্য বিভাগে

রবিবার বুদ্ধবাবুর ক্যাথিটার খুলে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, সুস্থ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার রাতে ভাল ঘুমিয়েছেন। মেয়ে সুচেতনা এ দিন দেখা করতে এলে কিছু ক্ষণ কথা বলেন তাঁর সঙ্গে।

হাসপাতালের খবর, এখনও বুদ্ধবাবুকে ‘নন-ইনভেনসিভ ভেন্টিলেশন’-এ রাখতে হচ্ছে। তবে খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী ‘নেজ়াল ক্যানুলা’ লাগিয়ে অক্সিজেন দেওয়া হয়েছে।

সোমবার থেকে বুদ্ধবাবুকে কিছু সময় অন্তর বাইপ্যাপ দেওয়ার কথা। চিকিৎসকেরা জানান, এই প্রক্রিয়ায় কিছুটা সময় বাইপ্যাপ দেওয়া থাকে। তার পরে কিছু সময় বাইপ্যাপ ছাড়াই রাখা হয়। বুদ্ধবাবুকে এই পদ্ধতিতেও পর্যবেক্ষণ করা হবে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)