পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীতালিকা ঘোষণা করল অবশেষে, বিয়াল্লিশে আপাতত আঠাশ

পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীতালিকা ঘোষণা করলঅমিত শাহ এবং নরেন্দ্র মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীতালিকা ঘোষণা করল অবশেষে। ৪২-এর মধ্যে আপাতত ২৮টি কেন্দ্রে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা জেপি নাড্ডা। তিনিই প্রার্থীতালিকা ঘোষণা করেন।

লোকসভা নির্বাচনে এই প্রথম বিজেপির প্রার্থীতালিকা ঘোষণা করা হল। এর আগে দেশের কোথাও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। আগামী ১১ এপ্রিল দেশে প্রথম দফার ভোটগ্রহণ। রাজ্যের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওই দফায় ভোট। আগামী সোমবারই ওই দুই কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন বিজেপি যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে, তাতে ওই দুই কেন্দ্রের নাম রয়েছে।

প্রথম দফার প্রার্থী তালিকায় গোটা দেশের ১৮২টি আসনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বাংলার জন্য ২৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এই প্রাথমিক তালিকার জন্য গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৈঠক হয়েছে বিজেপির সদর দফতরে। বাকি প্রার্থীতালিকা আগামী কাল ঘোষণা করা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

এ দিনের সাংবাদিক বৈঠকে নাড্ডা ঘোষণা করেন, বারাণসীতে নরেন্দ্র মোদী, গান্ধীনগরে অমিত শাহ, অমেঠীতে স্মৃতি ইরানি, লখনউতে রাজনাথ সিং, নাগপুরে নিতিন গডকড়ী, মথুরায় হেমা মালিনী নির্বাচনে লড়বেন।

ভোটের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

এ দিন বিজেপি পশ্চিমবঙ্গের যে ২৮টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে—

  • কোচবিহারে নিশীথ প্রামাণিক
  • আলিপুরদুয়ারে জন বার্লা
  • রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী
  • মালদহ উত্তরে খগেন মুর্মু
  • যাদবপুরে অনুপম হাজরা
  • বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ
  • দমদমে শমীক ভট্টাচার্য
  • কলকাতা উত্তরে রাহুল সিনহা
  • বারাসতে মৃণালকান্তি দেবনাথ
  • জলপাইগুড়িতে জয়ন্ত রায়
  • বালুরঘাটে সুকান্ত মজুমদার
  • মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী
  • কৃষ্ণনগর কল্যাণ চৌবে
  • জয়নগর অশোক কান্ডারি
  • মথুরাপুর শ্যামাপ্রসাদ হালদার
  • কলকাতা দক্ষিণ চন্দ্রকুমার বসু
  • বীরভূম দুধকুমার মণ্ডল
  • মেদিনীপুর দিলীপ ঘোষ
  • ঘাটাল ভারতী ঘোষ
  • আসানসোল বাবুল সুপ্রিয়
  • বসিরহাটে সায়ন্তন বসু
  • হুগলি লকেট চট্টোপাধ্যায়
  • শ্রীরামপুরে দেবজিৎ সরকার
  • ব্যারাকপুর অর্জুন সিং

বেশ কয়েক দিন ধরেই বিজেপির প্রার্থীতালিকা নিয়ে জল্পনা চলছিল। দিল্লিতে নির্বাচনী কমিটির বৈঠকও চলছিল। কিন্তু প্রার্থীতালিকা ঘোষণা করা হচ্ছিল না। অন্য দিকে, তৃণমূল তাদের প্রার্থীতালিকা গত ১২ মার্চ ঘোষণা করে দিয়েছে। সিপিএম দুটো কেন্দ্র বাদ দিয়ে বাকি ৪০টি আসনেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও ১১টা আসনে তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। 

জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন