পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে ক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকেরা

পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে ক্ষোভপার্থ চট্টোপাধ্যায়।— ফাইল ছবি

জাস্ট দুনিয়া ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে ক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তা-ও আবার খাস কলকাতার রাস্তায়।

মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার পর তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই ঘটনারই প্রতিবাদে বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি।

এ দিন মিছিল শুরু হওয়ার ঠিক আগেই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি যাচ্ছিল। সেই সময় তাঁর গাড়ি আটকে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। বিজেপি-র তরফে যদিও সেই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, পার্থবাবুর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা। এই ঘটনায় এ দিন রাত পর্যন্ত ২৩ জন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজ্য বিজেপি-র সদর দফতর মুরলীধর সেন লেন থেকে ওই প্রতিবাদ মিছিল বার হওয়ার কথা ছিল। দলীয় সদর দফতরের সামনে পৌঁছেও গিয়েছিলেন প্রচুর কর্মী-সমর্থক। ঘটনাচক্রে তখনই পাশের বড় রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। যানজট ছিল বলে মন্রত্রী গাড়ি উল্টো দিকের লেন দিয়ে যাচ্ছিল।

মৌসম বেনজির নুর তৃণমূলে যোগ দিলেন, শুভেন্দুর হাত ধরে ‌নবান্নে এসে মমতার সঙ্গে দেখা

সেই সময় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ পার্থবাবুর গাড়ি দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। তার পর তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। কালো পতাকা ওড়াতেও দেখা যায় কয়েক জনকে। তৃণমূল বিরোধী স্লোগানও শোনা যায়। বিক্ষোভের মুখে পড়ে প্রায় ১০ মিনিট রাজপথে আটকে ছিল শিক্ষামন্ত্রীর গাড়ি। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষী পরিস্থিতি সামাল দেন।

এই ঘটনার পরেই শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগে ২৩ জন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও রাজ্য বিজেপি-র তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানো হয়নি। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা।

মঙ্গলবার বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা শেষ হওয়ার পর কাঁথির বিভিন্ন জায়গায় শুরু হয়ে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ে উদ্বীগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ ফোন করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তির ব্যবস্থা নিতে বলেন রাজনাথ। কাঁথির ঘটনা নিয়ে বুধবার কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে নবান্ন। সূত্রের খবর, ওই রিপোর্টে কেন্দ্রকে জানানো হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। দোষীদের চিহ্নিত করা হচ্ছে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ দেখতে ক্লিক করুন এখানে)