Bengal Global Business Summit-এর দ্বিতীয় দিন

Bengal Global Business Summit

জাস্ট দুনিয়া ব্যুরো: Bengal Global Business Summit-এর আজ দ্বিতীয় দিন। আর দু’দিনের কোটি কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এল। যার পরিমান ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা। এদিন বানিজ্য সম্মেলনে গিয়ে সে কথা সোচ্চারে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান, মাত্র ৪৮ ঘণ্টায় ১৩৭টি সংস্থার সঙ্গে মৌ সাক্ষর হয়ে গিয়েছে। আর সব সঠিক পথে এগোলে রাজ্যে ৪০ লক্ষ মানুষের কর্ম সংস্থান হবে বলেই তাঁর বিশ্বাস। এর মধ্যেই বিরোধীদের গলায় সমালোচনার সুরও শোনা যাচ্ছে। তাদের প্রশ্ন বিনিয়োগের প্রতিশ্রুতি আর সত্যিকারের বিনিয়োগের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে। এদিনের মঞ্চ থেকে সেই জবাবও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুনে নিন দ্বিতীয় দিনের সভায় আর কী বললেন তিনি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)