সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি, সরিয়ে দেওয়া হল অধীর চৌধুরীকে

সোমেন মিত্রসোমেন মিত্র

জাস্ট দুনিয়া ডেস্ক: সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন। ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল অধীররঞ্জন চৌধুরীকে। তাঁকে প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। শুক্রবার দিল্লি থেকে একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গহলৌত।

এর আগে সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন ১৯৯২ সালে। প্রায় ৬ বছর তিনি ওই দায়িত্বে ছিলেন।

এ দিন যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রচার কমিটির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরী এবং কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রদীপ ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সবাপতির দায়িত্ব পেয়েছেন চার জন। তাঁরা হলেন শঙ্কর মালাকার, নেপাল মাহাতো, আবু হাসেম খান চৌধুরী এবং দীপা দাশমুন্সী। ইস্তাহার কমিটির চেয়ার পার্সন হিসাবে দায়িত্ব পেয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়।

অধীররঞ্জন চৌধুরী ২০১৪ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। প্রায় ৪ বছর সেই দায়িত্ব পালনের পর দল তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিল।

পুলিশ-ছাত্র সংঘর্ষে গুলিতে মৃত্যু দুই ছাত্রের, পুলিশের দাবি গুলি চলেনি

সোমেন মিত্র দীর্ঘ দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু মতান্তরের কারণে ২০০৮ সালে তিনি কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি করেন। সেই দলের নাম ছিল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। তবে পরের বছরেই সেই দল তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে যায়। তৃণমূলের হয়ে লোকসভা ভোটে দাঁড়ান সোমেন মিত্র। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি তৃণমূলের হয়ে ভোটে লড়াই করেন। জিতেও যান। কিন্তু তৃণমূলের সঙ্গে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের কংগ্রেসে ফিরে আসেন।

এ দিন সোমেন মিত্র দায়িত্ব পাওয়ার পর জানান, তিনি এখনও দিল্লি থেকে কোনও নির্দেশ পাননি। দায়িত্ব পেলে তিনি চেষ্টা করবেন, দলকে কী ভাবে শক্তিশালী করা যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন, দলকে সঙ্গবদ্ধ করতে গেলে সকলের সহযোগিতা দরকার। সেখানে যেমন সাধারণ মানুষের ভূমিকা রয়েছে তেমনই কংগ্রেস কর্মীদের উদ্যোগ প্রয়োজন। তাঁর মতে, সকলের সঙ্ঘবদ্ধ সহযোগিতা পেলে দলকে আবার সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া যাবে।

তবে কি এ বার বিজেপির বিরুদ্ধে আরও জোরদার লড়াই শুরু করবে? সংবাদমাধ্যমে সোমেন মিত্র বলেন, ‘‘কংগ্রেস সর্বভারতীয় দল। এখানে রাজ্য শাখার সিদ্ধান্তের কোনও মূল্য নেই।’’