কোন কেন্দ্রে কত আসন পাচ্ছে কোন দল, দেখে নেওয়া যাক এক ঝলকে

কোন কেন্দ্রে কত আসন

জাস্ট দুনিয়া ব্যুরো: কোন কেন্দ্রে কত আসন পাচ্ছে কোন দল? তৃণমূলের একক সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত হয়ে গিয়েছে। বিরোধী দল হিসেবে বাংলায় আসতে চলেছে বিজেপি। নন্দীগ্রামে হারের মুখ দেখতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল ছেড়ে যাওয়া বেশিরভাগ মুখই মুখ থুবড়ে পড়েছে নির্বাচনে। একমাত্র বড় নাম বলতে মুকুল রায় ও শুভেন্দু অধিকারী, যাঁরা মান রেখেছে বাংলায় বিজেপির।

দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কত আসন নিয়ে বা এগিয়ে যে যার জায়গায় যাচ্ছে দলগুলো। এখনও পর্যন্ত তৃণমূল ২১৩, বিজেপি ৭৭, বাম জোট ১ ও অন্যান্য ১। দুটো কেন্দ্রে এখনও ভোট বাকি রয়েছে। যা ১৬ মে হওয়ার কথা। এদিন ২৯২ আসনের গণনা চলছে। মোট আসন ২৯৪।

হাওড়া: এখানে ১৬টি আসনের মধ্যে ১৬টিতেই জয় তুলে নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বাকি সকলের মিলিত সংখ্যা শূন্য।

কলকাতা: এখানে ১১টি আসনের মধ্যে ১১টিতেই জয় তুলে নিয়েছে তৃণমূল। মাথা তুলে দাঁড়াতে পারেনি কোনও দল।

বাঁকুড়া: এখানে একটু হলেও এগিয়ে গিয়েছে বিজেপি। ১২টি আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে তৃণমূল, ৮টি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি।

মুশির্দাবাদ: এখানে ২২টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৮টি জিতে নিয়েছে তৃণমূল। বিজেপি জিতেছে ২টি। কংগ্রেস তথা অধীর চৌধুরীর শক্ত ঘাঁটি বলে পরিচিত এই মুর্শিদাবাদ এবার পুরোপুরি হাতছাড়া।

নদিয়া:  এখানে একটু হলেও এগিয়ে বিজেপি। ৯টি আসন জিতে নিয়েছে পদ্মফুল। তৃণমূল জয় পেয়েছে ৮টি আসনে।

আলিপুরদুয়ার: এখানে একচ্ছত্র জয় তুলে নিয়েছে বিজেপি। অন্য কোনও দল আঁচড় কাটতে পারেনি বিজেপির একাধিপত্তে।

দক্ষিণ দিনাজপুর:  এখানে সমানে সমানে শেষ করেছে বিজেপি ও তৃণমূল। ৬টি আসনের ৪টি গিয়েছে তৃণমূলের দখলে ২টি রেখেছে বিজেপি।

উত্তর ২৪ পরগনা: দারুণভাবে এগিয়ে শেষ করেছে উত্তর ২৪ পরগনায় তৃণমূল। ৩৩টির মধ্যে ২৮টি নিজেদের দখলে রেখেছে টিএমসি এবং ৫টি গিয়েছে বিজেপির দখলে।

বীরভূম: বীরভূমে তৃণমূলের জয় জয়কার। মাত্র একটি আসনই কাড়তে পেরেছে বিজেপি। ১১টির মধ্যে ১০টিই দখলে রেখেছে তৃণমূল।

পূর্ব বর্ধমান: ১৬টি আসনে এখানে লড়াইয়ে নেমেছিল দলগুলো। তার মধ্যে ১৬টি জিতে নিয়েছে তৃণমূল। তিনটি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত শিকে ছেড়েনি বিজেপির।

দক্ষিণ ২৪ পরগনা: এখানে বাজিমাত তৃণমূলের। ৩১টির মধ্যে ৩০টি আসনই রয়েছে তাদের দখলে। বিজেপি পা গলাতে পারেনি বাংলার এই প্রান্তে। তবে বাম জোট একটি ভোট নিয়ে গিয়েছে।

দার্জি‌লিং: পাহাড়ে এত কিছু করেও তৃণমূল তাদের ঝাণ্ডা গাড়তে ব্যর্থ। সেখানে ৫টি আসনের ৫টিতেই জয় তুলে নিয়েছে বিজেপি।

পশ্চিম বর্ধমান: ৯টি আসনের মধ্যে ৫টিতে জিতেছে তৃণমূল এবং ৪টিতে জয় পেয়েছে বিজেপি। এখানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জোট।

জলপাইগুড়ি: সাতটির মধ্যে ২টি আসন পেয়েছে তৃণমূল। ৫টি দখলে রেখেছে বিজেপি।

মালদহ: এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি তবে সেখানে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি। ১২টির মধ্যে ৮টি রয়েছে তৃণমূলের দখলে আর ৪টি ছিনিয়ে নিতে পেরেছে বিজেপি।

কালিম্পং: এখানের একটি আসনে তৃণমূল, বিজেপি, বামজোট কেউই হাত দিতে পারেনি। অন্য দল জিতে নিয়েচে এই সিট।

কোচবিহার: এখানে বিজেপির জয় জয়কার। ৯টি আসনের মধ্যে ৬টিই গিয়েছে গেরুয়াবাহিনীর দখলে। সবুজ ব্রিগেজ রাখতে পেরেছে মাত্র ৩টি।

হুগলি: ১৮টি সিটের মধ্যে ১৫টিতে ঝাণ্ডা গাড়তে সক্ষম হয়েছে তৃণমূল। তাতেও ৩টি আসনে থাবা বসিয়েছে বিজেপি।

পূর্ব মেদিনীপুর: ১৬টি আসনের মধ্যে ১০টিতে বাজিমাত করেছে তৃণমূল। ৬টি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বিজেপি।

উত্তর দিনাজপুর: এখানের ৯টি আসনের মধ্যে ৭টিতে জয় তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দখলে ২টি।

পশ্চিম মেদিনীপুর: এখানে জয় জয়কার তৃণমূলেরই। ১৫টির মধ্যে ১২টি আসনই নিজেদের দখলে রেখেছে জোড়াফুল। পদ্মের হাতে রয়েছে ৩টি আসন।

ঝাড়গ্রাম: এখানে ৪টি আসনের ৪টিতেই জয় তুলে নিয়েছে তৃণমূল।

পুরুলিয়া: পুরুলিয়ায় ৯টি আসনের মধ্যে ৩টি রয়েছে তৃণমূলের দখলে। ৬টিতে জয় তুলে নিয়েছে বিজেপি।

নদিয়া: নদিয়ায় এগিয়ে বিজেপি। যদিও এক সিটে তারা এগিয়ে রয়েছে সেখানে। ১৭ আসনের ৭টি গিয়েছে তৃণমূলের দখলে এবং ১০টি ছিনিয়ে নিয়েছে বিজেপি।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)