দিলীপ ঘোষের ‘গুলি করে মারব’ মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই, টুইট বাবুলের

দিলীপ ঘোষের ‘গুলি করে মারব’বাবুল সুপ্রিয় এবং দিলীপ ঘোষ

জাস্ট দুনিয়া ডেস্ক: দিলীপ ঘোষের ‘গুলি করে মারব’ মন্তব্যের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। ওই মন্তব্য দিলীপ ঘোষের ব্যক্তিগত মত বলেই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। টুইট করে বাবুলের বক্তব্য, দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন দিলীপ।

রবিবার রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর সমর্থনে একটি প্রচার সভায় বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি ওই দিন বলেন, ‘‘নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পাঁচ-ছশো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।’’এর পরেই এ রাজ্যের বিক্ষোভকারীদের হুমকি দিয়ে বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।’’

আরও খবর পড়তে ক্লিক করুন

এর পরেই সোমবার সকালে দিলীপের মন্তব্য প্রসঙ্গে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। টুইটারে তিনি লেখেন, ‘‘দিলীপ ঘোষের মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই। উনি যা বলেছেন তার পুরোটাই কাল্পনিক। যত বড় কারণই হোক না কেন, উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি। দিলীপদা দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’’

বাবুলের ওই টুইট প্রসঙ্গে এ দিন দিলীপ ঘোষ বলেন, ‘‘যিনি যেমন বোঝেন, তিনি তেমন বলেন। আমার যা মনে হয়েছে, আমি তাই বলেছি। আমাদের সরকার ওখানে যা করেছে, আমরা ক্ষমতায় এলে এখানেও তাই করব।’’

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)