কলকাতায় অমিত শাহ, দু’দিনের বঙ্গসফরে আজ দুপুরে সভা মেদিনীপুরে

কলকাতায় অমিত শাহ

জাস্ট দুনিয়া ব্যুরো: কলকাতায় অমিত শাহ পৌঁছলেন শুক্রবার গভীর রাতে। তার আসার কথা ছিল যদিও রাত পৌনে ১২টা নাগাদ। কিন্তু দিল্লিতে তাঁর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সে কারণেই অমিতের বিমান দিল্লি থেকে কলকাতায় পৌঁছতে কয়েক ঘণ্টা দেরি করে। এ দিন রাত দেড়টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান কলকাতায় পৌঁছয়।

দু’দিনের বঙ্গসফরে এসেছেন অমিত। এ দিন রাতে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে দেখা যায় রাজ্যে বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি মুকুল রায়কে। রাতে বিমানবন্দর থেকে অমিত সোজা চলে যান নিউটাউনের একটি হোটেলে। সেখানে তিনি রাত কাটাবেন।


(বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

শনিবার সকাল থেকেই তাঁর টাসা কর্মসূচি। সকালে হোটেলেই বৈঠক করবেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র সঙ্গে। তার পর তিনি যাবেন বিবেকানন্দের বাসভবনে। সেখান থেকে সোজা যাবেন বিমানবন্দর। তার পর হেলিকপ্টারে করে মেদিনীপুর। সেখানে তিনি নামবেন বেলা সাড়ে ১২টায়। কয়েকটি মন্দিরে পুজো দিয়ে তিনি মধ্যাহ্নভোজন সারবেন কর্ণগড়ে সনাতন সিংহের বাড়িতে।

এর পর দুপুর আড়াইটে থেকে তাঁর সভা মেদিনীপুর কলেজমাঠে। সেই সভায় তৃণমূল ছেড়ে যাওয়া অনেকেই বিজেপি-তে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে খবর। সেই তালিকায় সদ্য মন্ত্রিত্ব ও বিধায়ক পদ ছেড়ে যাওয়া তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীরও যোগ দেওয়ার কথা রয়েছে। ব্যারাকপুরের শীলভদ্র দত্ত, উত্তর কাঁথির বনশ্রী মাইতি এবং বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলেরও থাকার কথা রয়েছে শাহের সভায়। এ ছাড়াও, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, গাজলের দীপালি বিশ্বাসের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে প্রবল। অর্থাৎ অমিত শাহের উপস্থিতিতে মেদিনীপুরের ওই সভায় শুভেন্দু-সহ তৃণমূলের চার বিধায়ক, এক সাংসদ এবং সিপিএম থেকে আসা দুই বিধায়ক আনুষ্ঠানিক ভাবে বিজেপির পতাকা হাতে নিতে পারেন। নজরে আছেন তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, নাগরাকাটার শুক্র মুণ্ডা, ডায়মন্ড হারবারের দীপক হালদারেরাও।

মেদিনীপুর থেকে বিকেল সাড়ে তিনটেয় ফের কলকাতায় অমিত শাহ ফিরবেন। তার পর হোটেল। সন্ধ্যা সাড়ে সাতটায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি হোটেলে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

দু’দিনের বঙ্গসফরে এসেছেন অমিত। এ দিন রাতে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে দেখা যায় রাজ্যে বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি মুকুল রায়কে। রাতে বিমানবন্দর থেকে অমিত সোজা চলে যান নিউটাউনের একটি হোটেলে। সেখানে তিনি রাত কাটাবেন।