এনআরসি-সিএবি নিয়ে নেতাজি ইন্ডোরে বললেন অমিত শাহ, সন্ধ্যায় গেলেন পুজো উদ্বোধনে

এনআরসি-সিএবি নিয়ে নেতাজি ইন্ডোরে বললেন অমিত শাহএনআরসি-সিএবি নিয়ে নেতাজি ইন্ডোরে বললেন অমিত শাহ

জাস্ট দুনিয়া ডেস্ক: এনআরসি-সিএবি নিয়ে নেতাজি ইন্ডোরে বললেন অমিত শাহ, তার পর গেলেন সল্টলেকে। সেখানে মঙ্গলবার রাতে তিনি বিজে ব্লকের দুর্গা পুজো উদ্বোধন করেন।

এ দিন দুপুর আড়াইটে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছন অমিত শাহ। তিনি ওই সভা থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) উপরেই জোর দেন। বলেন, ‘‘ওই বিল কার্যকর করে তবেই এনআরসি করা হবে। বিলে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টানদের এ দেশে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে।’’

বাংলার আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

অমিত শাহ এ দিন আরও বলেন, ‘‘এনআরসি নিয়ে মমতাদিদি বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন। শরণার্থীদের এক জনকেও দেশ ছেড়ে যেতে হবে না। তবে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবেই।’’

বিজে ব্লকের দুর্গা পুজো উদ্বোধনে অমিত শাহ।

বিজে ব্লকের দুর্গা পুজো উদ্বোধনে অমিত শাহ।

এ দিন অমিত শাহের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন তৃণমূলের বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)