মমতার পাল্টা অধীর, তৃণমূলনেত্রীকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির

মমতার পাল্টা অধীর

জাস্ট দুনিয়া ডেস্ক: মমতার পাল্টা অধীর, তৃণমূলনেত্রীকে এ বার তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভবানীপুর উপনির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিযোগ করেছিলেন, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি কংগ্রেস ও সিপিএম নেতাদের ডাকছে না। তারা কেবল তৃণমূল নেতাদের বার বার ডেকে পাঠাচ্ছে। এই বিষয়টি তুলে ধরে মমতা দাবি করেন, বিজেপি-বিরোধী লড়াই একমাত্র তৃণমূল লড়ছে। এরই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘আমরাও যদি গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের সঙ্গে যুক্ত হ‌ই তা হলে আমাদেরকেও সিবিআই ডেকে পাঠাবে। দিদির কথা মতো আমাদেরও তা হলে পঞ্চায়েতের টাকা মেরে খেতে হয়। তাই দিদিকে বলব পুলিশের সঙ্গে বসে আমাদের ব্যবস্থা করে দিন, আমরাও চেষ্টা করে দেখব যদি মানুষের টাকা মেরে খেতে পারি!’’

পাশাপাশি বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাতের বিষয়টি ফের এক বার সামনে তুলে ধরেন অধীর। তিনি বলেন, ‘‘বিজেপির দুই প্রাক্তন সভাপতি রাজনাথ সিং ও নিতিন গডকড়ীর সঙ্গে তৃণমূলের অত্যন্ত সুসম্পর্ক। আরএসএস প্রধান মোহন ভাগবতের ওদের ঘরের লোক। তাই ভাইপোকে ইডি ডেকে শুধু মনে করিয়ে দিয়েছে যে, আমাদের রাস্তায় চলো। না হলে বিপদ হতে পারে। ইডি কিন্তু তৃণমূলের কাউকে ধরেনি।’’

তৃণমূল যে বিরোধী জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সেটাও পরিষ্কার করে দেন অধীর চৌধুরী। তিনি জানান, বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশের উনিশটি বিরোধী দল যখন জোট বাঁধছে সেখানে তৃণমূল সম্পূর্ণ উল্টো পথে হেঁটে বিজেপির সুবিধা করে দিচ্ছে। এ বিষয়ে তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করে বলেন, ‘‘বিজেপির কাছ থেকে বিরোধী জোট ভাঙার সুপারি খেয়েছে তৃণমূল।’’

মুর্শিদাবাদ শহর কংগ্রেসের ডাকে লালবাগে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে কর্মিসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জোকার বলে কটাক্ষ করেন। মমতার পাল্টা অধীর দেওয়ার পাশাপাশি তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। এনআরসি প্রসঙ্গে এ দিনের কর্মিসভা থেকে ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো ধুয়ে দিলেন অধীর। এ দিনের সভার শেষে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় শতাধিক কর্মী কংগ্রেসে যোগ দেন অধীরের হাত ধরে।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)