ত্রিপুরায় অভিষেকের রোড শো, ১৫ সেপ্টেম্বর আগরতলার পথে নামছে তৃণমূল

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক

জাস্ট দুনিয়া ডেস্ক: ত্রিপুরায় অভিষেকের রোড শো হবে আগামী ১৫ সেপ্টেম্বর। ওই দিন আগরতলার পথে নামবে তৃণমূল। ত্রিপুরায় অভিষেকের রোড শো যে বুধবার হবে, সে কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ২০২৩-এ ত্রিপুরার বিধানশাব নির্বাচন। সে দিকে তাকিয়েই তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্ত। শনিবার কুণাল এ প্রসঙ্গে বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় একটি রোড শো করবেন।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আগরতালয় যে রোড শো করবেন, সেখানে যোগ দেবেন দলের একাধিক সাংসদ ও বাংলার বিধায়ক। বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর তৃণমূলের পাখির চোখ এখন ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে, ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সর্বভারতীয় চেহারায় দলকে নিয়ে যেতে ত্রিপুরাতেও ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল। অসমেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পা রাখার চেষ্টাতেও কসুর করছে না। ইতিমধ্যেই সে রাজ্যের কংগ্রেস নেত্রী তথা শিলচরের সাংসদ সুস্মিতা দেব তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর মাধ্যমেই অসমে লড়াই জোরদার করতে চাইছে তৃণমূল।

তৃণমূল ত্রিপুরায় পা রাখতেই বিজেপির সঙ্গে তাদের গন্ডগোল শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। বিজেপির রোষে পড়ে সংবাদমাধ্যমের একাধিক দফতর। বিজেপির রোষ থেকে বাদ যায়নি সিপিএমও। সিপিএম এ রাজ্যে ১৯৭৮ থেকে ১৯৮৮ এবং ১৯৯৩ থেকে ২০১৮ পর্যন্ত টানা ক্ষমতায় ছিল। তার পর ত্রিপুরার জনাদেশ বিজেপির পক্ষে যায়। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। এই গন্ডগোল প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘বিজেপি ইচ্ছাকৃত ভাবে সিপিএমের কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। তৃণমূলের উত্থান থেকে সাধারণ মানুষের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপির এই কৌশল কাজে লাগবে না। আমরা সিপিএম-কর্মীদের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। ওদের লড়াইকে আমরা সমর্থন করি। বিজেপিকে ত্রিপুরা থেকে সরানোর জন্য আমরা সিপিএমের কাছে আবেদন জানাচ্ছি।’’

ত্রিপুরা সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধর যদিও তৃণমূলের এই ধরনের রাজনীতির সমালোচনা করেছেন। তাঁর কথায়, ‘‘ত্রিপুরায় কোনও দল রোড শো করলে আমরা তার বিরুদ্ধে নই। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ভোটের রাজনীতি টেনে আনাটা তৃণমূলের উচিত কাজ নয়। এখানে প্রতি দিন আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এ বিষয়ে তৃণমূলের বরং সহমর্মী হওয়া উচিত।’’
এই আবহেই ১৫ সেপ্টেম্বর আগরতলা যাচ্ছেন অভিষেক। রোড শো করতে।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)