রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৯, মুখ্যসচিব জানালেন, মৃতের সংখ্যা বেড়ে ১৫

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৯রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৯

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৯, মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ।

মুখ্যসচিব এ দিন নবান্নে জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। যার প্রেক্ষিতে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে হয়েছে ২৭৪। অডিট কমিটি আরও তিন জনের মৃত্যু করোনায় হয়েছে বলে জানানোয় মৃতের সংখ্যা ১২ থেকে বেড়ে হল ১৫।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

সোমবার রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫৪ জন। এ দিন তা কমে ২৯ হয়েছে। নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছে তাঁরা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং হুগলির বাসিন্দা।

অন্য দিকে, স্বাস্থ্য দফতরের খবর, এ দিন নতুন করে ১০ জন চিকিৎসক-সহ ৭০ জনকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)