হাড় কাঁপছে বাংলার

কথায় বলে, মাঘের শীতে বাঘ পালায়। কিন্তু, বাংলা ক্যালেন্ডার মতে এখনও মাঘ না পড়লেও বাঙালির পালানোর মতো ঠান্ডা পড়েই গিয়েছে। বৃহস্পতিবার থেকেই কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ।
আর শহুরে বাতাসেও রীতিমতো জাঁকিয়ে বসেছে শীত। এই মরসুমে তৃতীয় বার স্বাভাবিকের নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় যা তাপমাত্রা থাকার কথা, তার চেয়ে এটা ২ ডিগ্রি কম।
কেন্দ্রীয় মৌসম ভবন সূত্রে খবর, আগামী দু’ তিন দিন পশ্চিমবঙ্গ-সহ গোটা পূর্ব ভারতের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা এমনটাই থাকবে। রাতের দিকে তা আরও নেমে যাবে। তবে, শুধু কলকাতা বা পূর্ব ভারতই নয়, জাঁকিয়ে শীত পড়েছে গোটা দেশেই। রাজস্থানের অলওয়ারে রাতের তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাসে।
এ দিকে ঘন কুয়াশার জেরে উত্তর ও উত্তর-পূর্ব ভারতের প্রায় সব ক’টি রুটেই অস্বাভাবিক দেরিতে চলছে ট্রেন। তবে বিমান পরিষেবায় তেমন কোনও সমস্যা হয়নি।
আবহবিদেরা জানাচ্ছেন, একটি জোরাল ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীরে প্রবল তুষারপাত হয়েছে। তার জেরে আগামী ক’দিনে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা।