সোমেন মিত্র অসুস্থ, ভর্তি এইমস-এর আইসিসিইউতে

সোমেন মিত্রসোমেন মিত্র

জাস্ট দুনিয়া ডেস্ক: কংগ্রেস নেতা সোমেন মিত্র গুরুতর অসুস্থ। রবিবার তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। মূলত, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে বলে এইমস সূত্রে জানা গিয়েছে।

সোমেনবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার রাত থেকে তা বাড়াবাড়ি শুরু হয়। তার পরের দিনই তাঁকে এইমস-এ নিয়ে গেলে চিকিৎসকেরা ভর্তি করানোর পরামর্শ দেন। এখন সোমেনবাবু আইসিইউ-তে ভর্তি রয়েছেন বলে সূত্রের খবর।

কিন্তু, নতুন ফ্রন্টের নেতা কে হবেন?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে সোমেনবাবুর বেশ কিছু দিন সময় লাগবে। কবে তাঁকে ছাড়া হবে, তা-ও নিশ্চিত ভাবে জানাতে পারেনিন হাসপাতাল কর্তৃপক্ষ।

২০০৬ সাল পর্যন্ত সোমেনবাবু কংগ্রেসের বিধায়ক ছিলেন। সাত বার জিতেছেন শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে। ২০০৮ সালে নিজে পৃথক দল গড়েন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে। কিন্তু, বিশেষ সুবিধা না হওয়ায় ২০০৯-এ সোমেনবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ওই বছরই লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী নির্বাচিত করে শাসক দল। প্রথমবারের জন্য সাংসদ হন। পরে ২০১৪-য় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের কংগ্রেসে যোগ দেন তিনি।