সিবিআইয়ের হাতে গ্রেফতার কৌস্তুভ ও শিবাজি

Shibaji Panjaকৌস্তুভ রায় ও শিবাজি পাঁজা

জাস্ট দুনিয়া ডেস্ক: সিবিআইয়ের হাতে গ্রেফতার হলে‌ন চিরাগ সংস্থার দুই কর্ণধার শিবাজি পাঁজা এবং কৌস্তুভ রায়। জাল নথি জমা দিয়ে একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া এবং সেই ঋণ শোধ না করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলেসিবিআই সূত্রে জানানো হয়েছে।

তবে, ওই দুই উদ্যোগপতিকে আরপি ইনফোসিস্টেমের কর্ণধার হিসাবে সিবিআই চিহ্নিত করেছে। কারণ, ওই সংস্থার নামেই জাল নথি দেখিয়ে ঋণ নেওয়া হয়েছিল। তাঁদের বিরুদ্ধে প্রায় ৫১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাঁদের গ্রেফতার করেছে সিবিআই।

এ দিন দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় শিবাজি এবং কৌস্তুভকে। এই নিয়ে চতুর্থ বার তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে জানানো হয়েছে, শুক্রবার তাঁদের দু’জনকেই আদালতে তোলা হবে। রিমান্ডে পাওয়ার আর্জি জানানো হবে। হেফাজতে পেলে আরও জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন জায়গায় ওই দু’জনকে নিয়ে তল্লাশি অভিযান চালানো হবে।

বিভিন্ন সময়ে মোট ১১টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন শিবাজি এবং কৌস্তুভ। অভিযোগ, সমস্ত ক্ষেত্রেই তাঁরা জাল নথি জমা দিয়েছিলেন। ব্যাঙ্ক অব বরোদা তাঁদের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ করে। তার পরেই তদন্তে নামে সিবিআই। ওই টাকা কী ভাবে, কোথায় খরচ করা হয়েছে সে ব্যাপারে সিবিআই তাঁদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু, কোনও ক্ষেত্রে ঠিকঠাক জবাব মেলেনি। তার পরেই ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআইয়ের একটি সূত্র জানিয়েছে।

এর আগে গত শনিবারেও কৌস্তুভকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তাঁর কাছে চাওয়া হয় বিভিন্ন নথিপত্র। কিছু নথি জমাও দিয়েছিলেন কৌস্তুভ। তার পরে আরও কিছু নথি চেয়ে পাঠানো হয় এ দিন। সে সব নিয়ে যাওয়ার পর তাঁকে ফের একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রতারণার যে অভিযোগ সিবিআই তদন্ত করে দেখছে, তাতে আর কারও যোগ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে সব ব্যাঙ্ক থেকে ওঁরা ঋণ নিয়েছিলেন, তার কোনও কোনও কর্মী বা কর্তা জড়িত আছেন কি না তদন্তে নেমে সেটাও দেখছে সিবিআই।

তবে, ওই দু’জনের আইনজীবীর তরফে কিছু জানানো হয়নি। ঠিক কোন কোন ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেটাও জানা যায়নি। শুক্রবার তাঁদের দু’জনকেই আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।