রাজ্য সরকারে ১১ হাজার নিয়োগ

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্য পুলিশসহ রাজ্য সরকারের একগুচ্ছ দফতরে নিয়োগ হবে প্রচুর কর্মী৷ সেই তালিকায় পুলিশের সঙ্গে সঙ্গে রয়েছে রাপিড অ্যাকশন ফোর্সও৷ তাদের শক্তি বাড়িয়ে কের্ন্দ্রীয় বাহিনীর উপর রাজ্যের নির্ভরতা কমাতে চাইছে সরকার৷ সেখানে তিন হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে৷ একসঙ্গে এত নিয়োগ দীর্ঘদিন হয়নি৷ সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছেলে-মেয়েদের জন্য অবশ্যই একচা দারুণ খবর৷

শুক্রবার মন্ত্রীসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই তথ্য দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, রাজ্য পুলিশে নেওয়া হবে ৩৩০০ কনস্টেবল ও ৮০০ সাব-ইন্সপেক্টর৷তাঁর মধ্যে দুটো পদেই থাকছে ১০ শতাংশ মহিলাদের জন্য৷ এর আগে রাজ্য সরকারই স্বীকার করে নিয়েছিল, রাজ্য পুলিশে ৮০ হাজার পদ শূন্য পড়ে রয়েছে৷ এ ছাড়া শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পার্বত্য পরিষদস আদিবাসী উন্নয়ন, উচ্চশিক্ষা, ই-গভর্নেন্স দফতরের বিভিন্ন পদে ৩৬৭৩ জনকে নিয়োগের কথা বলা হয়েছে৷ পাশাপাশি পলিটেকনিকে ১৭৫ জন ও উচ্চশিক্ষা দফতরের বিভিন্ন বিভাগে ১৩৭ জনকে নতুন নিয়োগ করা হবে৷

মন্ত্রিসভায় নিয়োগ ছাড়াও সিদ্ধান্ত হয়েছে, নতুন ঝাড়গ্রাম জেলায় তৈরি হবে তিনটি মহকুমা৷ তার মধ্যে রয়েছে, ঝাড়গ্রাম সদর, গোপীবল্লভপুর ও বেলপাহাড়ি৷ সঙ্গে উত্তরবঙ্গের জয়গাঁর পাঁচ হাজার পরিবারকে শর্তসাপেক্ষে দেওয়া হবে ৩৬৯ একর জমি৷ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে জয়গাঁবাসীদের এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন৷ এই সব পরিবারই ১৯৭০ এ বাংলাদেশ থেকে এই দেশে এসেছিল৷ যে কারণে তাদের কোনও নিজস্ব জমি নেই এখনও৷ দেওয়া হবে ৯৯ বছরের লিজ৷

রাজ্যসভায় বিজেপির বাজিমাত

আদিবাসী উন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পের সুপারভাইজারদের ভাতা ১০০০ থেকে বারিয়ে করা হয়েছে ৩৫০০ ও ২০০০ থেকে করা হয়েছে ৫০০০ টাকা৷ আদিবাসী উন্নয়ন দফতরের একলব্য স্কুলের জন্য ৩৫ জন নতুন শিক্ষক নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়েছে৷ অন্যদিকে, সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্পে ১৬০ মেগাওয়াট উৎপাদন বাড়ানো হবে৷

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের এই পদক্ষেপ প্রশংসার৷ শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের যখন প্রয়োজন হয় তখন কেন্দ্র সব সময় নিরাপত্তাবাহিনী দিতে চায় না৷ অনীহা প্রকাশ করে৷ সে জন্য রাফ-এ তিন হাজার লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেয৷’’ এই কর্মী নিয়োগ হবে, শিলিগুড়ি, ব্যারাকপুর,  এ দূর্গাপুর ব্যাটেলিয়নে৷ এ ছাড়া বারাসাত ও বসিরহাটের জন্য মোট দু’হাজার পুলিশ নিয়োগ করা হবে৷