মেট্রোয় যুগলকে মারধরের ঘটনায় মামলা রুজু করল পুলিশ

মেট্রোয় আলিঙ্গন করায় যুগলকে মার

জাস্ট দুনিয়া ডেস্ক: শেষমেশ মেট্রোয় যুগলকে মারধরের ঘটনায় মামলা রুজু করল সিঁথি থানার পুলিশ। শুক্রবার ওই মামলা রুজু করে তদন্তে নামল তারা।

মেট্রো রেলে আলিঙ্গন করার ‘অপরাধে’ তরুণ-তরুণীকে মারধরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই প্রতিবাদে উত্তাল হয় সমাজের বিভিন্ন অংশ। ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। পক্ষে-বিপক্ষে নানা মতামত গড়ে ওঠে। আর এই ঝড়ের মুখে অপদস্ত হতে হয়েছে কিছু সাধারণ মানুষকে। সে দিন দমদম মেট্রো স্টেশনে ছিলেন না এমন কয়েক জনের ছবি সোশ্যাল মিডিয়া তুলে এনে তাদের দোষী ঠাওরানোর চেষ্টা করা হয়। নীতি পুলিশগিরির বিরুদ্ধে রুখে ফের এক অনৈতিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের বিরুদ্ধে।

সোমবার রাতে কবি সুভাষ থেকে দমদম য়াওয়ার একটি এসি মেট্রোর কামরায় এক তরুণ-তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আপত্তি তোলেন কিছু সহযাত্রী। বচসার মধ্যে ট্রেন দমদমে পৌঁছলে ওই যুগলকে মারধর করা হয় বলে অভিযোগ। তা নিয়ে সমাজের একটা বড় অংশে সমালোচনার ঝড় বয়ে যায়। এক পক্ষ আলিঙ্গনের ঘটনাকে অশালীন বলে মারধরের বিষয়টিকে সমর্থন করেন। কেউ আবার যুগলের আচরণকেই ঠিক বলে মনে করেন। সকলেই প্রকাশ্যে মতামত জানাতে শুরু করেন। কিন্তু, পুলিশ যখন কাউকে এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি, সেখানে কীসের ভিত্তিতে ওই ব্যক্তিদের ঘটনাস্থলে ছিল বলে চিহ্নিত করে ‘অভিযুক্ত’ করা হচ্ছে? প্রশ্ন উঠছে।

মেট্রোয় আলিঙ্গন করায় যুগলকে মার, প্রতিবাদে সরব কলকাতা

লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দমদম মেট্রো স্টেশনের সামনে গোটা ঘটনার প্রতিবাদ করে বিক্ষোভ দেখান কিছু ছাত্রছাত্রী। তাঁরা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেন। পরে সিঁথি থানায় অভিযোগ জানান মেট্রো-কর্তৃপক্ষ। তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাতে মারধর, জোর করে আটকে রাখা এবং হুমকির ধারা যুক্ত করে একাধিক জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার থেকে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মেট্রোয় মারধর খাওয়া তরুণ-তরুণী এখনও সামনে আসেনি। কিন্তু, প্রাথমিক তদন্তে মারধরের কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। সেই প্রমাণ পেয়েই এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ ঘটনার দিন দমদম-সহ বেশ কিছু স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে। তবে মেট্রোর সিসি ক্যামেরার ফুটেজে মারধরের ঘটনা স্পষ্ট ভাবে ধরা প়ড়েনি। কিন্তু, দমদম মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের পিছন দিকে একটা জটলার ছবি ধরা পড়েছে। তার বেশি কিছু ওই ফুটেজ থেকে বোঝা য়াচ্ছে না বলেই তদন্তকারীদের দাবি।