ভোট নির্ঘণ্ট নতুন করে তৈরি করতে নির্দেশ, পিছলো পঞ্চায়েত ভোট

ভোট নির্ঘণ্টভোট নির্ঘণ্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: পঞ্চায়েতের ভোট নির্ঘণ্ট নতুন করে তৈরি করতে হবে। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এ দিন হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার কমিশনের শেষ বিজ্ঞপ্তিটি খারিজ করে দিয়েছে। ওই বিজ্ঞপ্তি কমিশন গত ১০ এপ্রিল জারি করেছিল। তার ঠিক আগের দিনই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ শেষ হয়। আর ওই রাতেই তা আরও এক দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, কমিশন ৯ তারিখ জারি করা সেই বিজ্ঞপ্তি হঠাৎ করেই ১০ তারিখ সকালে বাতিল করে দেয়। এ দিন সেই বাতিল করা বিজ্ঞপ্তিকে কারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি তালুকদার তাঁর ৩৫ পাতার রায়ে এ দিন নির্দেশ দিয়েছেন, নতুন করে নির্বাচন প্রক্রিয়ার দিনক্ষণ, ভোট নির্ঘণ্ট ঘোষণা করতে হবে। নতুন দিনক্ষণ ঘোষণা করার পরেই রাজ্যে ফের পঞ্চায়েতের জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাবে।

বিচারপতি তালুকদার তাঁর ৩৫ পাতার রায়ে এ দিন নির্দেশ দিয়েছেন, নতুন করে নির্বাচন প্রক্রিয়ার দিনক্ষণ, ভোট নির্ঘণ্ট ঘোষণা করতে হবে। নতুন দিনক্ষণ ঘোষণা করার পরেই রাজ্যে ফের পঞ্চায়েতের জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু করা যাবে।

এ দিনের রায় থেকে একটা জিনিস স্পষ্ট যে, আগামী ১, ৩ এবং ৫ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কোনও সম্ভাবনা নেই। গত ২ এপ্রিল রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে বলা হয়েছিল, ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। আর ভোট হবে তিন দফায়। কিন্তু, এ দিনের রায়ের পর কমিশনকে নতুন করে গোটা নির্ঘণ্টটাই তৈরি করতে হবে। নতুন নির্ঘণ্ট কবে ঘোষণা করা হবে, তা এখনও জানায়নি কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, আদালতের রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখেই সব চূড়ান্ত করা হবে।

আদালতের এই রায়ে খুশি বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেসের হয়ে এই মামলার সওয়াল করছিলেন হাইকোর্টে। এ দিন তিনি রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘এ রাজ্যে বিরোধীরা কী ভাবে সন্ত্রাসের শিকার হয়েছে আদালত তা বুঝতে পেরেছে। এই রায় থেকেই তা বোঝা যাচ্ছে। এতে আমাদের নৈতিক জয় হয়েছে।’’ বিজেপিও এই রায়ে খুশি। এর ফলে রাজ্যের গণতন্ত্রে বিশ্বাসী মানুষের জয় হয়েছে বলে তারা মন্তব্য করেছে।

শোভন চট্টোপাধ্যায় ফের স্ত্রী রত্নার নামে অভিযোগ নিয়ে থানায়

শাসকদল তৃণমূলও রায়কে স্বাগত জানিয়েছে। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আদালতের রায়কে তিনি স্বাগত জানাচ্ছে। আমি চাই রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত আইনের মধ্যে থেকে ভোট নির্ঘণ্ট ঘোষণা করুক। গরম বাড়বে। মানুষের খুব অসুবিধা হবে। আর গণতন্ত্রে তো যে কেউ আদালতে যেতে পারেন।’’ একই কথা বলেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘গরম বাড়ছে। রমজান মাস আসছে। মানুষের যাতে কষ্ট না হয়, সেটা দেখতে হবে।’’ এই রায়ের প্রেক্ষিতে আর ডিভিশন বেঞ্চে যাওয়া হবে না বলে জানিয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।