ভারতীর লকারে তিন কোটির সোনা!

ভারতীর লকারে তিন কোটির সোনা!ভারতীর লকারে তিন কোটির সোনা!

বিয়ের সময় প্রায় এক কিলোগ্রাম সোনা যৌতুক হিসাবে পেয়েছিলেন। আর সেই সোনাই রয়েছে ব্যাঙ্কে তাঁর লকারে। সোমবার এক হোয়াট্সঅ্যাপ বার্তায় এমনটাই দাবি করলেন প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষ।

ওই গয়নার কথা আয়কর দফতর এবং রাজ্য সরকারকে আগেই হলফনামা দিয়ে জানানো আছে বলে জানিয়েছেন ভারতী। কিন্তু, হঠাৎ এমন কথা বলতে গেলেন কেন তিনি? কারণ, দাসপুর থানার সোনা লুঠ ও আর্থিক তছরুপের মামলায় এ বার ভারতীর ব্যাঙ্ক লকার খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। সোমবার সিআইডি ভারতীর লকার খুলে দেখার জন্য ঘাটাল মহকুমা আদালতে আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে বলেও গোয়েন্দারা জানিয়েছেন।

কিন্তু, ভারতী এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন। নিয়ম অনুযায়ী গ্রাহকের উপস্থিতে তাঁর লকার খুলতে হয়। সে জন্য ব্যাঙ্কের তরফে ভারতীর আইনজীবীকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী অভিযুক্তের স্বামী যেন লকার খোলার সময়ে উপস্থিত থাকেন।

ভারতীর দাবি, তিনি জমিদার পরিবারের মেয়ে। ১৯৯৪ সালে বিয়ে হয়েছে। তার পর থেকেই ওই গয়না রয়েছে লকারে। ওই গয়নার বাজারদর প্রায় তিন কোটি টাকা।