বাঁচল বেলেঘাটা

বড়সড় বিপদ এড়াল বেলেঘাটা। রবিবার দুপুরে স্থানীয় একটি পিচবোর্ডের কারখানায় আগুন লাগে। সেই আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়তে পারত, কিন্তু দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে। তত ক্ষণে যদিও ওই কারখানাটি ভস্মীভূত হয়ে গিয়েছে।
বেলেঘাটার ওই কারখানার পাশেই সুভাস সরোবর। আর সেখানকার জলেই এ যাত্রা রক্ষা মিলল ওই এলাকার। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় এটা প্রমাণিত, শহর কলকাতা আসলে এক জতুগৃহ। বিভিন্ন অবৈধ কারাখানা এ শহরে রয়েছে। আর তাদের দৌলতে বিভিন্ন সময়ে শহর পড়েছে আগুনের কবলে।
পাশাপাশি রয়েছে জলের অভাব। বড় হোক বা ছোট, সেই আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জলের আধারের বড় অভাব এই শহরে। এ দিনও সুভাস সরোবর বুঝিয়ে দিল, শহরে অগ্নিকাণ্ডের মতো বিপদ ঠেকাতে জলাশয়ের কতটা প্রয়োজন।