বকখালি ঘুরতে এসে রহস্যজনক মৃত্যু তরুণীর

বকখালিবকখালি

জাস্ট দুনিয়া ডেস্ক: বকখালি ঘুরতে এসেছিলেন। সঙ্গে ছিলেন এক পুরুষ সঙ্গী। রাতে তাঁরা একটি হোটেলে একসঙ্গে ছিলেন। কিন্তু, বৃহস্পতিবার দুপুরে সেই হোটেলের ঘরের দরজা ভেঙেই উদ্ধার করা হল ওই তরুণীর দেহ।

ওই তরুণীর নাম দুর্গামণি বারুই বলে জানিয়েছে পুলিশ। বছর সাতাশের ওই তরুণীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায়। এ দিন সকালে ওই যুগল ঘরের দরজা খুলছেন না দেখে হোটেল কর্মীরা অনেক বার ডাকাডাকি করেন। কিন্তু, দরজা শেষমেশ না খোলায় খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ফেলে দুপুরে। ঘরে ঢুকেই তারা দেখে, বিছানার উপর ওই তরুণীর দেহ পড়ে রয়েছে। গলায় ওড়নার ফাঁস। এর পর সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পঞ্চায়েত ভোট অনিশ্চিত, নির্বাচনী প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

পুলিশ জানিয়েছে, কোনও পরিচয়পত্র ছাড়াই তাঁর পুরুষ সঙ্গীর সঙ্গে হোটেলে এসে রাত কাটিয়েছিলেন ওই তরুণী। তবে দরজা ভেঙে ওই পুরুষ সঙ্গীর কোনও সন্ধান মেলেনি। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে। তাঁকে গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। কেন ওই তরুণীকে পরিচয়পত্র ছাড়াই হোটেলে থাকতে দেওয়া হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

বুধবার বিকেলে ওই যুগলে বকখালির একটি পরিচিত একটি হোটেলে ওঠেন। ঘোরার মরসুম তো বটেই, সারা বছরই এ রকম অনেকেই বকখালি যান। অনেক যুগলও সেই তালিকায় থাকেন। অনেকেই ওখানকার হোটেলগুলোয় রাত্রিবাস করেন। কিন্তু, অতিথিদের পরিচয়পত্র যাচাই করে নেওয়াটা হোটেল কর্তৃপক্ষের কাজ। এ ক্ষেত্রে সেটা করেননি কেন ওই হোটেল কর্তৃপক্ষ, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে। তাঁকে গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। কেন ওই তরুণীকে পরিচয়পত্র ছাড়াই হোটেলে থাকতে দেওয়া হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় বিছানায় পড়ে থাকা ওই তরুণীর দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ঘরের ভেতর থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে ওই তরুণীর মোবাইল ফোনও।

এর আগে পরিচয়হীন কয়েক জন মহিলাকে বকখালিরই একটি হোটেল থেকে উদ্ধার করেছিল পুলিশ। এ দিন পুলিশের তরফে জানানো হয়েছে, হোটেলগুলিতে যাতে অবৈধ কোনও কাজ না হয় সে দিকে আরও কড়া নজরদারি চালানো হবে। পরিচয়পত্র ছাড়া কোনও অতিথিকেই হোটেলে থাকতে দেওয়া যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত হোটেল এই নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।