পঞ্চায়েত ভোট কবে? সিদ্ধান্ত হবে সোমবার

রাজ্য নির্বাচন কমিশন, পঞ্চায়েত ভোটরাজ্য নির্বাচন কমিশন
জাস্ট দুনিয়া ডেস্ক: পঞ্চায়েত ভোটের মনোনয়ন ফের সোমবার জমা নেওয়া হবে। এক দিনের জন্য ওই মননোয়ন জমা নেওয়া হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে পঞ্চায়েত ভোট কবে? তা নিয়ে সিদ্ধান্ত হবে সোমবারেই।
এ দিন ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকে ডেকে ছিল নির্বাচন কমিশন। আদালত শুক্রবার তেমনটাই নির্দেশ দিয়েছিল। মামলাকারী সব দলের সঙ্গে বৈঠক করে ভোট প্রক্রিয়ার দিনক্ষণ চূড়ান্ত করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ। সেই মতো শুক্রবার রাতেই সব দলকে চিঠি পাঠান রাজ্য নির্বাচন কমিশন অমরেন্দ্র কুমার সিংহ।
কমিশনের ডাকে সাড়া দিয়ে শনিবার দুপুরে প্রায় সব ক’টি দলই হাজির হয়। কিন্তু, শুরুতেই বিভ্রাট ঘটে। মুকুল রায়ের নেতৃত্বে কমিশনে এসেছিল বিজেপির পাঁত সদস্যের একটি প্রতিনিধি দল। পুলিশ পাঁচ জনের ওই দলকে ভেতরে ঢুকতে বাধা দেয়। জানানো হয়, কমিশনে ২ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না। এতেই ক্ষুব্ধ হয় বিজেপির ওই প্রতিনিধি দল। কমিশনের অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে মুকুল রায় বলেন, ‘‘কমিশনারের সঙ্গে এ দিন সকালে কথা হয়। জানানো হয়, আমাদের দলের তরফে পাঁচ জন আসবেন। কিন্তু, নির্বাচন কমিশনের কোনও লোক নেই। পুলিশকে দিয়ে আমাদের সঙ্গে যে ব্যবহার করা হল, গণতন্ত্রের পক্ষে তা কলঙ্কজনক। আমরা ফিরে যাচ্ছি। ফের আদালতের দ্বারস্থ হয়ে জানাব, এই কমিশনার আমাদের কোনও বক্তব্য শুনছেন না। মামলাকারীদের সঙ্গে কথা না বলে কমিশনার ভোটের নির্ঘণ্ট ঠিক করতে পারবেন না।’’
তবে, এ দিন বিকালে ফের বিজেপি-র প্রতিনিধি দলকে ডেকে পাঠায় কমিশন। সেই মতো এ দিন সন্ধ্যায় মুকুল রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের অফিসে যায়। সেখানে কমিশনারের সঙ্গে তাদের কথা হয়। কিন্তু তার আগেই পঞ্চায়েত সচিব সৌরভ দাস সংবাদ মাধ্যমে জানিয়ে দেন, আগামী সোমবার মনোনয়ন জমা দেওয়ার কাজ হবে। বিজেপি-র অভিযোগ, কমিশন সিদ্ধান্ত জানানোর আগেই সচিব কী ভাবে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে বলেন!
এ দিন কমিশনের অফিসে তৃণমূলের তরফে গিয়েছিলেন দলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। কমিশনারের সঙ্গে কথা বলে বেরিয়ে তিনি বলেন, ‘‘কমিশনকে বলেছি, আমরা গরমে ভোট হোক এটা চাই না। বর্ষায় ভোট হোক চাই না। রমজানের সময় ভোট হোক চাই না। আমরা চাই, রমজান মাস শুরুর আগেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে। দল হিসাবে রাজ্য নির্বাচন কমিশনের পাশে থাকবে তৃণমূল।’’