ঝাঁপ আবারও সাউথ সিটি থেকে, মৃত চাটার্ড অ্যাকাউন্টেন্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও তিন বার আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু, শনিবার আর শেষ রক্ষা হল না। ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বছর পঁয়তাল্লিশের সোনালি আইকত। পেশায় তিনি চাটার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন।

পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ কলকাতার সাউথ সিটির ১৭ তলার একটি ফ্ল্যাট থেকে নীচে পড়ে যান সোনালি। তাঁকে সঙ্গে সঙ্গে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন।

সোনালির বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে পেশাগত কারণে দীর্ঘ দিন আমেরিকায় ছিলেন। দেশে ফিরে কাজও করছিলেন। বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন সোনালি। মাঝে তিন বার আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু, সফল হননি। এ দিন কী ভাবে যে কী হয়ে গেল, তা বুঝতে পারছেন না ওই প্রৌঢ়।

জানা গিয়েছে, বালিগঞ্জ প্যালেসের বাসিন্দা সোনালির সাউথ সিটিতে ভাড়ায় নেওয়া একটি ফ্ল্যাট ছিল। সেখানে তিনি প্রতি মাসে যেতেন। মূলত পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ওই ফ্ল্যাটে যে পরিচারিকাকে তিনি রেখেছিলেন, তাঁর বেতন দেওয়ার জন্য। এ দিনও সেই মতো গিয়েছিলেন সকালে। দুপুর ১২ টা নাগাদ ওই পরিচারিকা যখন ঘর পরিষ্কার করছিলেন, তখন সোনালি সোফায় বসে কাজের দেখভাল করছিলেন। ওই পরিচারিকা পুলিশকে জানিয়েছেন, তিনি পাশের ঘরটি পরিষ্কার করতে যাওয়ার আগে সোফায় সোনালিকে বসে থাকতে দেখলেও ফিরে এসে আর তাঁকে দেখেননি। এর পর তিনি ফ্ল্যাটবাড়ির সব ঘর, বারান্দা দেখেও সোনালিকে না পেয়ে নীচে তাকান। দেখেন ১৭ তলার নীচে পড়ে রয়েছে সোনালির দেহ। তিনি ছুটে যাওয়ার আগে অনেকে ঘটনাস্থলে চলে আসেন।

বাড়ি-ফ্ল্যাট কিনছেন, এ সব জেনেছেন তো?

যাদবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে সোনালির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করার পর সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সোনালি।

তবে, সাউথ সিটির ফ্ল্যাট থেকে এই প্রথম নয়, এর আগে আরও কয়েক জন ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। ২০১২-য় সাউথ সিটির ৩৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন অমিতা মুখোপাধ্যায় (৮১) এবং তাঁর দুই অবিবাহিতা মেয়ে মুকুতা (৫৫) এবং খেয়া (৫১)। তাঁরা কেউ যদিও সাউথ সিটির বাসিন্দা ছিলেন না। ওই বছরেই ধনঞ্জয় পাঠক নামে এক প্রৌঢ় সাউথ সিটির ৩০ তলা থেকে ঝাঁপ আত্মঘাতী হয়েছিলেন। ২০১৩-তেও ২১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রুষা মুখোপাধ্যায় নামে এক কিশোরী।