গরমে পুড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ!

জাস্ট দুনিয়া ডেস্ক: চুটিয়ে ঠান্ডা পড়েছে এ বার। বর্ষাও হয়েছিল যথেষ্ট। তাই ব্যাপক গরমও পড়বে। এমনটাই আমআদমির ধারণা।
আর সেই ধারণাকেই এ বার মান্যতা দিলেন আবহাওয়াবিদেরা। জানিয়ে দিলেন, এ বার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। চলতে পারে তাপপ্রবাহও।

মার্চ থেকে মে— এই তিন মাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে, একই সময়ে যে তা বাড়বে এমনটা নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এই তাপমাত্রা কখনও কমবে, কখনও বাড়বে।
কেন বাড়বে তাপমাত্রা? এর সঙ্গে শীত বা বর্ষা বেশি হওয়ার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁদের মতে, বিশ্ব উষ্ণায়নের জন্যই গরমের প্রকোপ বাড়বে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তীসগঢ়েও গরমের দাপট বাড়বে বলে জানা গিয়েছে। এই সব রাজ্যের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তাঁরা আরও জানিয়েছেন, গুজরাত, রাজস্থান কিংবা উত্তর ভারতের মাটির চরিত্র কলকাতার থেকে আলাদা। কলকাতার মাটিতে বালির পরিমাণ কম। উত্তর ভারতের মাটিতে বালির পরিমাণ বেশি। মাটিতে বালি যত বেশি থাকে, সেই মাটি তত তাড়াতাড়ি তাপ শোষণ করে। সন্ধ্যার পরে বালিমাটি থেকে তাপ দ্রুত নির্গত হয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে চলে যায়। ফলে দ্রুত ঠান্ডা হয়ে যায় মাটি। পাশাপাশি কলকাতা সমুদ্রের খুব কাছে হওয়ায় এখানে রাতের দিকে বঙ্গোপসাগরের জলকণা-পূর্ণ হাওয়া স্থলভূমির দিকে ধেয়ে আসে। বাতাসে জলীয় বাষ্প ঢুকলেই মাটি থেকে তাপ বিকিরণের হার অনেকটা কমে যায়। কলকাতায় রাতের তাপমাত্রা দ্রুত না কমার এটাও একটা কারণ।

গত বছরেও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। এ বার কি তা ছাড়িয়ে আরও অনেকটা এগোবে? আবহাওয়াবিদদের একাংশ জানিয়েছেন, এখুনি তা বলা সম্ভব নয়। তবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কোঠা পেরোতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এ যাবৎ কালে এপ্রিল মাসে সব থেকে বেশি গরম পড়েছিল ১৯৪৫ সালের ২৫ এপ্রিল। তাপমাত্রা পৌঁছেছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবহবিদেরা বলছেন, ২০০৯ এবং ২০১০ সালের এপ্রিল মাসে বেশ কয়েক দিন কলকাতার তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। কারণ, ২০০৯ এবং ২০১০ সালে এপ্রিলে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির তাপমাত্রাও সমান তালে বেড়েছিল।