অস্ত্রমিছিল রামনবমীতে, ক্ষুব্ধ সরকার ব্যবস্থা নেবে

অস্ত্রমিছিলঅস্ত্রমিছিল

জাস্ট দুনিয়া ডেস্ক: অস্ত্রমিছিল রামনবমীতে। রাজ্যের বিভিন্ন জায়গায় খোলা তলোয়ার, দা, কাটারি এবং ত্রিশূলের মতো ধারালো অস্ত্র হাতে নিয়ে মিছিল করতে দেখা গেল রাম ভক্তদের। গত বারের মতো এ বারও শিশু এবং নাবালকদেরও অস্ত্র হাতে দেখা গেল সেই মিছিলে।

এমনটা যে হতে পারে, সেটা আঁচ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যে সমস্ত জায়গায় পরম্পরা মেনে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করা হয়, সেই জায়গাগুলি বাদ দিয়ে কোথাও মিছিলে অস্ত্র নিয়ে হাঁটা যাবে না। রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনও গত বারের কথা মাথায় রেখেই সব জেলায় জেলাশসকদের কাছে মিছিলে নজর রাখার আর্জি জানিয়েছিল। কিন্তু, কোনও কিছুতেই কাজ হয়নি। পুরুলিয়ায় বজরং দলের মিছিলে নাবালকের হাতে অস্ত্র দেখা গিয়েছে। একই ঘটনা ঘটেছে হুগলি এবং বর্ধমানের মতো জেলাতেও।

নরেন্দ্র মোদী অ্যাপ ইউজারের তথ্য ফাঁস করছে: রাহুল

রাজ্যে এমন ছবি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট জনেরা। তাঁদের মতে এটা কোনও ভক্তির ব্যাপার নয়। গোটাটা জুড়েই রয়েছে রাজনীতি। অস্ত্র হাতে মিছিল হয়েছে বীরভূমের রামপুরহাট, বর্ধমানের দুর্গাপুর, কাঁকসা, হুগলির চুঁচুড়া, হাওড়ার উলুবেড়িয়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, চাকুলিয়া, ইসলামপুর, নদিয়ার রানাঘাট-সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। কলকাতায় শিয়ালদহ এবং বন্দর এলাকাতেও অস্ত্র নিয়ে মিছিল হয়।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গদা-তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। রামপুরহাটে ত্রিশূল হাতে হাঁটতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। হুগলির চুঁচু়ড়ায় বিজেপি নেতা রাহুল সিংহের নেতৃত্বে সশস্ত্র মিছিল হয়েছে। তরোয়াল, ত্রিশূল, নানচাকু, লাঠি, টাঙ্গি এবং কাঠের গদা— বিজেপি নেতাদের দাবি, মিছিলে এ সব নিয়ে হাঁটা হয়ছে, এগুলির কোনওটাই ‘অস্ত্র’ নয়।

তরোয়াল, ত্রিশূল, নানচাকু, লাঠি, টাঙ্গি এবং কাঠের গদা— বিজেপি নেতাদের দাবি, মিছিলে এ সব নিয়ে হাঁটা হয়ছে, এগুলির কোনওটাই ‘অস্ত্র’ নয়।

বিজেপি-র পাল্টা দিতে গিয়ে তৃণমূলও রামনবমী পালন করেছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা জায়গায় অস্ত্র-মিছিল করার অভিযোগ উঠছে। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় একই কারণে অভিযুক্ত হয়েছেন তৃণমূলের দাপুটে বিধায়ক অর্জুন সিংহ! তৃণমূলের মিছিলে সেখানে দেখা গিয়েছে অস্ত্র।

অস্ত্র নিয়ে এমন মিছিল কেন? বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘রামনবমীর এটাই পরম্পরা!’’ কিন্তু, রাজ্য প্রশাসন বলেছে, পরম্পরা নেই এমন যে সমস্ত জায়গায় অস্ত্র নিয়ে মিছিল করা হয়েছে, সব জায়গাতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপাররা জানিয়েছেন, ভিডিও রেকর্ডিং দেখে সকলকে শনাক্ত করার পর আইন তার নিজস্ব পথেই হাঁটবে।