অশান্তি ক্রমেই গেড়ে বসছে ভাঙড়ে

দিন তিনেক আগের গোলমালের পরে ফের ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপরে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল। মঙ্গলবার দিনভর এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল। বুধবারও পরিস্থিতি ছিল একই রকম ভাবে উত্তপ্ত।
আরাবুল ইসলাম, কাইজার আহমেদ-সহ কয়েক জন তৃণমূল নেতা মঙ্গলবার পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। ওই নেতাদের সঙ্গে ছিল কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। অভিযোগ, ফেরার পথে ওই নেতা এবং তাঁদের সঙ্গীরা আন্দোলনকারী গ্রামবাসীদের লক্ষ‍্য করে গুলি ছোড়েন, বোমা মারেন। বুধবারও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
পুলিশি সূত্রের খবর, বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল দেখে আন্দোলনকারীদের গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরে মির্দ্দেপাড়া এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংর্ঘষ বেধে যায়। আন্দোলকারীরা দু’জন তৃণমূলকর্মীকে আটক করে রাখেন বলে অভিযোগ। হাঙ্গামার প্রতিবাদে আন্দোলনকারীরা নতুনহাট, খামারআইট, পদ্মপুকুর এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।
তৃণমূলের তরফে বলা হয়েছে, ৭ জানুয়ারি তপোবন মাঠে জনসভা করা হবে। তাই নাকি ওই নেতারা জায়গা দেখতে গিয়েছিলেন।